ছন্দ খোঁজে মন্দ সময় খন্দ খানা চলতে
যেমন হবার তেমনটি নয় ভিন্ন কিছু বলতে
সবাই দেখি সবাই ভাবি কবির কলমবন্দী
মানুষের সব আজব রূপের গজব জবানবন্দী l
যুক্তি তর্ক ছেড়ে গিয়ে আজব আজব কীর্তি  
পশু মানুষ কীট পতঙ্গ জীব ও জড়ের ফিরতি l
নীতির কথা মজার ব্যথা চিত্রকলায় পূর্ণ
শিশু বুড়ো জোয়ান খুড়ো সবাই অসম্পূর্ন l
লম্বা বেঁটে সরু মোটা রূপসী রূপহীনরা
ছড়ায় এসে সবাই খোঁজে আপন আপন জিনরা l
চিন্তা মাথায় বস্তা ভর্তি কেবল যখন ভ্রান্তি  
ছড়ার জগৎ দেয় এনে দেয় মনে গভীর শান্তি l
বড়ো যখন ছোটোর ছোটো ছোটোরা সব সেয়ানা  
ছড়ার দেশে হারায় দিশে সামনে ধরে আয়না l
প্রকৃতি তার রূপের ডালি ছড়াতে দেয় উগড়ে  
যাবতীয় মানুষ পশু ছড়াতে কি সুখ রে  !
দ্রুত তালে চক্রবালে ছড়ার দুলকি ঐ রে
অর্থপূর্ণ অর্থশূন্য এমন প্রিয় কই রে  !!