চলো যাই !
কোথায় ?
যেদিকে যায় দু চোখ l
অনেক তো হলো সংসার
এবার বিশ্ব ভ্রমণ হোক l
নদী, পাহাড়, সমুদ্র, মরু
অরণ্য, দ্বীপ - যেখানে আছে যা
শ্রমণের বেশে একে একে ঘুরি
সবখানে যাক পা l


যেতে তো চায় প্রাণ
তবু শুধু পিছুটান l
মায়ের শেষ বয়স
বাবার প্রস্টেট জ্বালা
নাতিদের হুটোপুটি
কেমনে কাটিয়ে উঠি ?


মেলে না মুক্তি মেলে না অবসর
যত যাই কাজ সেরে তত যায় বেড়ে
দুচোখ মেলে যেতে চায় মন কভু
মেলে না ছুটি দায়িত্ব থেকে তবু l