বিজ্ঞানীরা বলেন
পৃথিবী তেরো বার ধ্বংস হয়েছে
ইতিমধ্যেই,
আবার জীববৈচিত্র্যে ভরে গেছে l
প্রতিবারেই কারণ ছিল জলবায়ুর পরিবর্তন l
জলবায়ুর পরিবর্তন কেন ?
আছে অনেক কারণ - প্রাকৃতিক ও মনুষ্যকৃত l
তবে মূল কারণটি হলো গ্রীনহাউস গ্যাসের বৃদ্ধি l
সি ও টু গ্যাসে ভরে গেছে বায়ুমন্ডল l
পৃথিবী থেকে বিকিরিত তাপ ধরে
সি ও টু পৃথিবীকে ফেরত দিচ্ছে l
উত্তপ্ত পৃথিবীতে হিমবাহ গলতে শুরু করেছে
সমুদ্রতলের উচ্চতা বাড়ছে
প্লাবিত হচ্ছে উপকূল অঞ্চল l
সি ও টু সমুদ্রের জলকে বিষাক্ত করছে
সামুদ্রিক জীবেরা বিপন্ন l
যে গাছ সি ও টু শোষণ করে
নির্বিচারে সেই অরণ্য ধ্বংস হচ্ছে l
কাঠের জ্বালানি সি ও টু বৃদ্ধি করছে  
সঙ্গে জীবাশ্ম জ্বলন, সি এফ সি বৃদ্ধি l
জলবায়ুর ওপর পড়ছে প্রভাব
আবাসভূমির পরিবর্তনে জীব-প্রজাতি বিপন্ন
কৃষি বিপন্ন
হচ্ছে দুরারোগ্য সব অসুখ l
এক সর্বনাশের দিকে চলেছে মানবসমাজ,
পৃথিবী চতুর্দশবার ধ্বংসের দোরগোড়ায় l


তবু সভ্যতার বহিরঙ্গ চাকচিক্যে ভুলেছি !