আলোচক কবি ড. সুজিতকুমার বিশ্বাস-এর ২০ তম কবিতা আলোচনা পড়ে বিষয়টি জেনে মর্মাহত হলাম l প্রিয় কবি রিঙ্কু রায় জীবনে এত বড়ো একটি আঘাত পেয়েছেন জেনে মনটা শোকাহত l  


কবি রিঙ্কু রায় (আবৃত্তিকার ) আসরে ১৮-০৮-২০১৭ তারিখে 'বেসাতি' কবিতাটি প্রকাশ করেছিলেন l
তারপর প্রায় দুই মাস আসরে তিনি অনুপস্থিত ছিলেন l সম্ভবত এই সময়টায় তাঁর কন্যার অসুস্থতা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন l সম্ভবত এই সময়েই ঘটে গেছে সেই হৃদয়বিদারক ঘটনা l মায়ের কোল খালি করে চলে গেছে ফুটফুটে কন্যাটি l
১৮-১০-২০১৭ তারিখ কবি আসরে যোগ করলেন 'অতিথি' কবিতাটি l কবিতাটিতে মন্তব্য দেয়ার সুযোগ ছিল না l কবি নিজেই সম্ভবত সেটা চান নি l তারপর থেকে আজকের তারিখ পর্যন্ত যে কয়টি কবিতা তিনি প্রকাশ করেছেন, কোনোটিতেই তিনি মন্তব্য চান নি l প্রতিটি কবিতায় ফুটে উঠেছে সন্তানহারা এক মায়ের ব্যথা l কন্যার বিয়োগব্যথায় কাতর মা একা থাকতে চান l কবিতাগুলিতে তাঁর ব্যথা নানা আবেগে বিকশিত হয়েছে l কিন্তু মনের এই অবস্থায় তিনি মত বিনিময়ের কাজটি করার মতো জায়গায় নেই l
কবির ব্যথায় পূর্ণ সমবেদনা জানাই l তাঁকে ঈশ্বর এই আঘাত সহ্য করার শক্তি দান করুন এই প্রার্থনা করি l শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই l
তাঁর এই মানসিক অবস্থায় কবিতার মাধ্যমে নিজের শোক ব্যাথাকে প্রকাশ করে তিনি কিছুটা হলেও শান্তি লাভ করছেন l একক সাধনায়, মনঃসংযোগের মধ্যে আছেন l
তাঁর এই মানসিক দৃঢ়তাকে সম্মান জানাই l