ভাই দুই ছোটো কেশব যাদব মামাতো পিষ্তুতো সম্পর্কে
ভাই বোন এক, আর ভাই বোন পিঠাপিঠি বিয়ে শর্তে l
যাদব যে ভাই মামাবাড়ি তাই থাকে ভয়ে ভয়ে গর্তে
কেশব যাদব যায় স্কুলে বইখাতা নিয়ে পড়তে l
পড়া ভালোবাসে ভাই দুইজনে কভু করে সাথে খেলা
স্কুল পথটায় বাঁশঝাড় পাশে গল্পটা হয় মেলা l
বছর শেষেতে ফল বার হয় দুই ভাই ভালো পাশ
যাদব দ্বিতীয় বরাবর হয় কেশব সর্বদা ফার্ষ্ট l


বাবা-মায়ে মিলে যত্নটা নিলে কেশবের পড়া চলে
দিদিমার ঘরে যাদবের তরে শোরগোল শুধু মেলে l
ভাই-বোন মিলে জনা দশ দিলে মাসী মামা যত জঞ্জাল
অভাবের মাঝে কলহ বিরাজে দেহ সব যেন কঙ্কাল l
কেশবের তরে পুরস্কার থাকে বাবামায়ে দেয় তায়
দিদিমার ঘরে যাদবের বেলা নাই নাই শুধু নাই l


একবার তবে চতুর্থ শ্রেণীতে যাদব হইল ফার্ষ্ট
দ্বিতীয় হইয়া কেশবের হিয়া বারি মারে ঢাস ঢাস l
সেইবার ছিল কথা মিলিবারে নতুন একখানা ঘড়ি
প্রথম হইয়া কেশব যবেতে পৌঁছিবে তার বাড়ি l
দ্বিতীয় হইয়া কেশবের তাই রাগটা চড়িল মাথায়
স্কুল ফেরা পথে বাঁশঝাড়টিতে যাদবকে ধরিয়া পিটায় l
কিল চড় ঘুষি দেয় ঠুশি ঠুশি রাগ তবু নাহি মানে
"তোর তরে ঘড়ি পাবো না রে মেরে দিব তোকে জানে l
আমার ঘরে থেকে আমাদের খেয়ে ফার্ষ্ট হওয়া তব পণ
মারিয়া ফেলিব, এইখানে শেষ, ঘর-ভেদী বিভীষণ l"


ফার্ষ্ট হই-ইয়া মুখ ফুলাইয়া যাদব ফিরিল ঘরে
কাঁদিতে কাঁদিতে হাত দিয়ে ক্ষতে অপরাধ-নত শিরে l