ছোট্ট খুকি জেদ ধরেছে নিবেই নিবে গয়না
সঙ্গে যে তার সুর দিয়েছে গাইয়ে পাখি ময়না l
গাঁয়ের ধারে বসছে মেলা পাকুড়পারে ঠান্ডায়
নদীর হাওয়া বইছে ধীরে মাঝি কেমন গান গায় l


নতুন পোশাক মনের খুশি চলছে ছুটে দলবল
মা বাবারা হাতটা ধরে পথটা জুড়ে কলকল l
কাছেই মেলা মনটা ছোটে পিছিয়ে পড়ে পা
হাতটা টানে গায়ের জোরে মা ও বাবারটা  l


বুক ধুকপুক মন চঞ্চল
লাল টুকটুক ঐ দলবল
চলছে ধেয়ে মেলার পানে
পসারী সব দোকান পানে
সাজিয়ে দোকান হাঁকায় নাম
যেমন জিনিস তেমন দাম l


মেলায় এসে গয়না দেখে ঠিক বেছে নেয় একটা
মায়ের কথা শুনছে না সে একরোখা এককাট্টা l
মা শেষে দেয় কিনেই তাকে পছন্দসই গয়না
ময়না পাখি সায় দিয়ে যায় এমন ভালো হয় না l