দ্বেষ পুষে রেখেছি অন্তর গভীরে
প্রতিনিয়ত একের পর এক উচ্চারণে
তা ফুটে বেরুচ্ছে জানি
তবু বনস্পতি সকলের মাথার ওপরে l
যতদূর দৃষ্টি বেদ পুরাণ ইতিহাস ঘেঁটে
হিংসার ইতিহাস সংকলন করি নিত্য,
সমকালকে দ্বেষের তার দিয়ে জুড়েছি
বোঝা না বোঝার মধ্যেই মনের ঝাল মেটাই,
পূণ্য পাপের দোহাই দিয়ে অনেক না বলা কথা
বাতাসে দিই ভাসিয়ে l
সুড়ঙ্গপথে লবনের স্বাদ পেয়ে
ভাড়াটে ভিক্ষুকেরা নড়েচড়ে ওঠে নিজ ডেরায় l
ঈশ্বরকে ছাড়ি না, তাঁকে কাঠগড়ায় রেখে
মনের বিষ উগলে ফেলি নদীর চরে l
নিত্য নতুন শত্রু করি আবিষ্কার
আবার তাদের চাটতেও দ্বিধা নেই
বহুল ব্যবহৃত ফাঁদ পেতে দেই বারে বারে l