আমার দেশের সরকারি ত্রাণ হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
হাত দিও না আমার শরীর বানে বাঁধা আছে l
বললো কেঁদে স্যুই নদী ফরেস্ট মোড়ের বাঁকে
রং বেরঙের পাখি যেথায় পাখ ছড়িয়ে থাকে।
জল ছাড়িয়ে, দল হারিয়ে গেলাম বনের দিক
সবুজ বনে করত যেথায় ছেলেরা পিকনিক।
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই
আমার দেশের সরকারি ত্রাণ তাকে ফিরে চাই।
কোথায় পাবো তোমার ভূঁয়ের হারিয়ে যাওয়া ধন
আমরা তো ভাই পাখপাখালি বনের সাধারণ।
কুড়িয়েই তো খাবার মেলে সরকারি ত্রাণ না তো
বেসরকারি ত্রাণ যদি নাও, হাত পাতো হাত পাতো।
বলে পাহাড় দেখিয়ে তাহার আন্দোলনী মুখ
হাজার গোর্খা পাথর ফাঁকে ফোলায় তাদের বুক।
বান দর্শনে এলেন তিনি জলে ভিজল পা
আমার দেশের সরকারি ত্রাণ কারা খেল গা ?