কার এ বিশ্ব কে অতিথি কে বা গৃহস্বামী ?
সব প্রকৃতি, তারই অংশ সবাই কেবল 'আমি' ।
কুয়াশা পাহাড় নীল নীলাকাশ মেঘপুঞ্জের সারি  
নারী অপরূপা দৃপ্ত বিজয় সবাই বিজয়ধারী ।
এক সমতলে ভূমি নীলাকাশ মানব ও মেঘদল
সবাই সমান পূরক সবার সম কলতান কলকল ।
পাহাড়ের ঢাল নদী উত্তাল বনভূমি গায়ে গায়ে
পথধারে তার জনপদ আসে মানুষের পায়ে পায়ে ।
প্রকৃতির কোলে মানুষের খেলা মানুষের গড়া পথ
ভূমিতল থেকে উচ্চ আকাশে মানুষের গড়া রথ ।
সেই রথে চড়ে আকাশ পাহাড়ে মানুষের অভিযান
এক সমতলে প্রকৃতি মানুষ এক তার অভিধান ।
রোদ রাশি রাশি মেঘেদের হাসি হাসিমুখ ঐ তার
সবুজ বনানী দূর দূরগামী নীলাকাশ চারিধার ।