বিগত ২২-০৫-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ৫১ তম আলোচনায় ৩১-০৩-২০১৭ তারিখ আসরে প্রকাশিত প্রথম আলোচনা থেকে ২১-০৫-১৭ তারিখ প্রকাশিত ৫০ তম আলোচনার মধ্যে যে ৪৪ জন কবির ৫৫টি কবিতা আলোচনা করেছিলাম, সেই ৪৪ জন কবির নামের তালিকা প্রকাশ করেছিলাম l এর মধ্যে ১৩ জন ছিলেন আসরের বিশিষ্ট কবি এবং ৩১ জন ছিলেন অন্যান্য নিবন্ধিত কবি l
প্রথম ৫০টি আলোচনামূলক লেখার মধ্যে ৪০টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ১০ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l


বিগত ০৩-০৮-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১১৮ তম আলোচনায় আসরে প্রকাশিত ৫১ তম আলোচনা থেকে বিগত ১১-০৭-২০১৭ তারিখ প্রকাশিত ১০০ তম আলোচনা পর্যন্ত যে ৪১ জন কবির ৪৭ টি কবিতা আলোচনা করেছি, তার তালিকা প্রকাশ করেছি l এর মধ্যে একজন ছিলেন আসরের বিশিষ্ট কবি - জীবনানন্দ দাস এবং ৪০ জন ছিলেন অন্যান্য নিবন্ধিত কবি l
দ্বিতীয় ৫০ টি আলোচনায় ৪২ টি কবিতা-আলোচনা প্রকাশিত হয়েছে l বাকি ৮ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক অন্য আলোচনা l


বিগত ১২-০৯-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১৫১ তম আলোচনায় ০৪-০৮-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১০১ তম আলোচনা থেকে বিগত ১১-০৯-২০১৭ তারিখ প্রকাশিত ১৫০ তম আলোচনা পর্যন্ত যে ৪১ জন কবির ৪৩ টি কবিতা আলোচনা করেছি, তার তালিকা প্রকাশ করেছি l
তৃতীয় পঞ্চাশের ৪১ জন কবির মধ্যে আসরের বিশিষ্ট কবি আছেন ৩ জন  - ১) রবীন্দ্রনাথ ঠাকুর, ২) জীবনানন্দ দাশ, ৩) আবিদ আনোয়ার l আর অন্যান্য কবি আছেন ৩৮ জন l
তৃতীয় ৫০ টি আলোচনায় ৪৩ টি কবিতা-আলোচনা প্রকাশিত হয়েছে l বাকি ৭ টি কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক অন্য আলোচনা l


আজ  ২০-১১-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ২০১ তম আলোচনায় ১২-০৯-২০১৭ তারিখ আসরে প্রকাশিত ১৫১ তম আলোচনা থেকে বিগত ১৯-১১-২০১৭ তারিখ প্রকাশিত ২০০ তম আলোচনা পর্যন্ত যে ৪৬ জন কবির ৫৫ টি কবিতা আলোচনা করেছি, তার তালিকা প্রকাশ করছি l
চতুর্থ পঞ্চাশের ৪৬ জন কবির মধ্যে আসরের বিশিষ্ট কবি আছেন ১ জন  - ১) হেলাল হাফিজ l  এছাড়াও আছেন প্রখ্যাত কবি বিনয় মজুমদার l  আসরের অন্যান্য কবি আছেন ৪৪ জন l
চতুর্থ ৫০ টি আলোচনায় ৪৬ টি কবিতা-আলোচনা প্রকাশিত হয়েছে l বাকি ৪ টি কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক অন্য আলোচনা l


মোট ২০০ টি আলোচনামূলক লেখার মধ্যে ১৭১ টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ২৯ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l


চতুর্থ পঞ্চাশে যে ক্রমে ৪৬ জন বিশিষ্ট কবি ও অন্যান্য কবিদের কবিতা-আলোচনা প্রকাশ করেছি :


১) ফয়েজ উল্লাহ রবি (পারিজাত)
২) মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)
৩) এম. আশিকুর রহমান (কৌশিক কবি)
৪) কবি সৈকত পাল (নীরব দুপুর)
৫) সুদীপ কুমার ঘোষ (চোখের বালি)
৬) মৌলিক মজুমদার
৭) দীপঙ্কর
৮) বিনয় মজুমদার
৯) স্বপ্নময় স্বপন
১০) অপরাজিতা মৌ
১১) সুদীপ তন্তুবায় (নীল)
১২) এ.কে.এম.শহীদুল ইসলাম
১৩) দুপুর মিত্র
১৪) তানভীর কালাম আজীমি
১৫) রাবেয়া রাহীম
১৬) নুরুল ইসলাম
১৭) হায়শান সাবিত (ছন্নছাড়া)
১৮) মাহমুদ সোহেল (মায়া নদীর মন মাঝি)
১৯) মনিরুজ্জামান শুভ্র
২০) সরদার আরিফ উদ্দিন
২১) মোহাম্মদ কামরুল ইসলাম
২২) শেখ লিটন সরকার
২৩) শাজাহান কবীর শান্ত
২৪) অনুপ মজুমদার
২৫) হেলাল হাফিজ
২৬) মোঃ নিজাম গাজী
২৭) ছবি আনসারী
২৮) তারকনাথ মিত্তির
২৯) পিনাকী অধিকারী
৩০) সিয়ামুল হায়াত সৈকত
৩১) শ্রীতরুণ
৩২) ডা. প্রদীপ কুমার রায়
৩৩) আজগর আলী
৩৪) বিশ্বজিৎ জানা (ভাস্বর কবি)
৩৫) মোজাহিদ
৩৬) সমীর প্রামাণিক
৩৭) বৈশালী
৩৮) করিম সরকার
৩৯) আনিসুল হক লিখন
৪০) সোমাদ্রি
৪১) ঋজা মিত্র
৪২) তন্ময় দে বিশ্বাস
৪৩) জাকারিয়া আনসারী
৪৪) চারু মান্নান
৪৫) সুদীপ্ত বিশ্বাস
৪৬) জয়শ্রী রায় মৈত্র l


এর মধ্যে ৪ জন কবির একাধিক কবিতা, মোট ৯ টি কবিতা অতিরিক্ত আলোচনা হয়েছে, যার জন্য বলা হয়েছে ৪৬ জন কবির ৫৫ টি কবিতা l এই চারজন কবি হলেন -
অপরাজিতা মৌ + ৬
তানভীর কালাম আজীমি + ১
নুরুল ইসলাম + ১
শেখ লিটন সরকার + ১ = ৯


প্রথম পঞ্চাশে ৫৫টি, দ্বিতীয় পঞ্চাশে ৪৭টি, তৃতীয় পঞ্চাশে ৪৩ টি, চতুর্থ পঞ্চাশে ৫৫ টি, মোট ২০০ টি কবিতা আলোচিত হলো ১৯-১১-২০১৭ তারিখ ২০০তম আলোচনা প্রকাশের সাথে। কবির সংখ্যা ১৫৪ (১৪ জন নিবন্ধিত বিশিষ্ট কবি ও ১৪০ জন অন্যান্য নিবন্ধিত কবি) l


যথারীতি এই চতুর্থ পঞ্চাশেও কিছু কবি প্রকাশিত আলোচনার ওপর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি, অর্থাৎ আলোচনাটি তাঁরা লক্ষ্য করেছেন কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি l এমন কবির সংখ্যা - ১৩ l
কবিতার নাম, কবির নাম ও আলোচনা প্রকাশের তারিখ নিম্নরূপ :
১) সরল স্বীকারোক্তিতে খোলাখুলি ক্ষমা প্রার্থনা  - এম আশিকুর রহমান - ১৮-০৯-১৭
২) আমি আমার কাব্য নই - স্বপ্নময় স্বপন - ০৪-১০-১৭
৩) এপার ওপার  - মনিরুজ্জামান শুভ্র - ১৪-১০-১৭
৪) স্বপ্নের পিছু  - মোহাম্মদ কামরুল ইসলাম - ১৬-১০-১৭
৫) নকুল রায়  - পিনাকী অধিকারী - ২৮-১০-১৭
৬) অতঃপর চড়ুইভাতির খোঁজে - সিয়ামুল হায়াত সৈকত - ২৯-১০-১৭
৭) এইসব বঞ্চিত রাতেরা - আজগর আলী - ০১-১১-১৭
৮) অনুষ্ঠান  - বিশ্বজিত জানা - ০২-১১-১৭
৯) ঝাপসা কাঁচের আয়না - বৈশালী - ০৭-১১-১৭
১০) সুখ এক স্পর্শ - সোমাদ্রি - ১১-১১-১৭
১১) রাত কাটা ছড়া - তন্ময় দে বিশ্বাস - ১৪-১১-১৭
১২) মুক্তির দোটান - চারু মান্নান - ১৭-১১-১৭
১৩) ওরা থাকে ওপারে - জয়শ্রী রায় মৈত্র - ১৯-১১-১৭


যথারীতি মনে হয়েছে, মন্তব্যগুলির সূচনা যেমন সরাসরি কবির পাতায় আসে, সেখানে ক্লিক করে নির্দিষ্ট কবিতা বা আলোচনার পাতায় গিয়ে মন্তব্যটি দেখা ও পড়া যায়, আলোচনার ক্ষেত্রেও এরকম সূচনা কবির পাতায় দেবার ব্যবস্থা থাকলে ভালো হতো l কবি জানতে পারতেন তাঁর কোনো কবিতার ওপর আলোচনা হয়েছে l বর্তমান ব্যবস্থায় আলোচিত কবিতাটির পাতায় না গেলে কবি এই সূচনা পাচ্ছেন না l আবার সূচনাটি থাকছে পাতার মাঝখানে l ফলে, অনেক সময় নজর এড়িয়ে যাচ্ছে l অবশ্য যে সকল কবি নিয়মিত আলোচনা পাতা পরিদর্শন করেন, তাঁরা আলোচনা পাতা থেকে এই সূচনা পেয়ে যান l


প্রায় আট মাস হলো আসরে আছি l আসরে যোগদান করেছি ৩০-০৩-২০১৭ তারিখ l কবিতা প্রকাশ করেছিলাম সেদিন l প্রথম আলোচনা প্রকাশ করেছিলাম পরদিন অর্থাৎ  ৩১-০৩-২০১৭ তারিখ l সেদিন নেহাত কৌতুহলবশেই প্রথম আলোচনাটি প্রকাশ করেছিলাম l সেদিন ভাবতেই পারিনি আসরে কোনোদিন ১০০টি বা ২০০ টি আলোচনা প্রকাশ করে ফেলবো l এটা সম্ভব হয়েছে আসরের কবিবন্ধুদের উৎসাহ পেয়ে l তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই l


ইদানিং বেশ কিছুদিন হলো আসরের আলোচনা পাতা বেশ জমে উঠেছে l অনেক কবিবন্ধুই নিয়মিত লিখছেন l কবিতায় ছন্দের প্রয়োগ বিষয়টি নিয়ে উপযোগী একটি আলোচনা সিরিজের অবতারণা করেছেন কবি ড. সুজিতকুমার বিশ্বাস l সর্বকবি খলিলুর রহমান, অনিরুদ্ধ বুলবুল, দীপঙ্কর, নাজমুন নাহার, প্রবীর চ্যাটার্জি, রীনা তালুকদার, হাসান হামিদ, ড. শাহানারা মশিউর, সুদীপ্ত বিশ্বাস, সঞ্জয় কর্মকার, সমীর প্রামাণিক, সোমেন রায়, মুহাম্মদ রাসেলউদ্দীন, মো. ফিরোজ হোসেন, সরদার আরিফ উদ্দিন প্রমুখ আলোচনা পাতায় কখনো নিয়মিত কখনো অনিয়মিতভাবে লিখে চলেছেন l আলোচনা পাতাকে সচল রাখার জন্য তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই l কবিতাচর্চার পাশাপাশি কবিতাকেন্দ্রিক এই আলোচনাগুলির চর্চা ও পাঠ কবিতা অনুশীলনের সহায়ক হয় বলে বিশ্বাস পোষণ করি l


আসরের সকল কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই l