সমাজ পরিবর্তনশীল। কিন্তু কতকগুলি মূল বিষয় সব সমাজব্যবস্থায় মোটামুটি একরকম থাকে। তার মধ্যে অন্যতম হলো শাসক এবং শাসিতের সম্পর্ক l এমন নয় যে সব শাসক নিষ্ঠুর হন l অন্তত ইতিহাসের পাতায় পাই কিছু মহানুভব শাসকের কথা, প্রজাকল্যাণকারী হিসাবে যাঁদের খ্যাতি ছিল l কিন্তু এমন বহু শাসক আছেন যাঁদের নানা মাধ্যমে প্রজাকল্যাণকারী হিসাবে প্রচার করা হয়, আবার তাঁদের সম্বন্ধে বিপরীতটাও শোনা যায় l এক্ষেত্রে একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয় l
শ.ম. শহীদ-এর ছড়া-কবিতা "এবং মানি" বাস্তব  সমাজচিত্র তুলে ধরার একটি প্রয়াস করেছে যেখানে মানুষের জীবনযাপনের যে জটিলতা তা তুলে ধরা হয়েছে l সাধারণভাবে মানুষ সৎ জীবন যাপন করতে চান l ন্যায়ের সঙ্গে চলতে চান l কিন্তু বর্তমান দিনের সমাজব্যবস্থা, রাজনীতির গতিপ্রকৃতি, প্রশাসনিক পক্ষপাতিত্ব মানুষকে তাঁর অবস্থানের প্রশ্নে আপোষ করতে বাধ্য করে l তাঁর সামনে অন্য কোনো বিকল্প থাকে না l
অনেক সময় এমন হয়, সাধারণ খেটে খাওয়া মানুষ জানেন কোন্-টা সত্যি এবং কোন্-টা সত্যি নয় l কিন্তু নিরাপত্তার স্বার্থে, জীবনজীবিকার তাগিদে তাঁকে তাঁর জানা বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে ভুলে যেতে হয় এবং যেরকমটা জানলে তিনি নিরাপদ থাকবেন, সেরকম জানার অভিনয় তাঁকে করে যেতে হয় l এরকমটা তাঁকে করতে হয়,কারণ তিনি জানেন যে কর্তার অর্থাৎ শাসকশ্রেণীর বিরাগভাজন হওয়া যাবে না l হলে সমূহ বিপদ l নিজেদের ক্ষমতা ধরে রাখবার জন্য তাঁরা যা কিছু করতে পারেন,
"পান থেকে হয় চুন-
যখন যাকে
তখন তাকে
করতে পারেন খুন!!"
মানুষকে সব সহ্য করে যেতে হয় l ধৈর্য ধরতে হয় l মনে আশা থাকে, কোনোদিন নিশ্চয় এই অপশাসনের যুগ শেষ হবে l দাঁতে দাঁত চেপে তাঁদের সেই সুদিনের অপেক্ষা করতে হয় l আর বাঁচার তাগিদে বর্তমান দিনে শাসক দল থেকে, বা প্রশাসন থেকে যা কিছু বলা হোক না কেন, আজগুবি কথাও যদি বলা হয়, সেটা তাঁদের নীরবে মেনে নিতে হয় l প্রাণের ভয়ে কিছু দাবি করা যায় না l জীবনধারণের জন্য স্থূল যা প্রয়োজন, তার মধ্যেই সন্তুষ্ট থাকতে হয় l অন্তত সন্তুষ্ট থাকার অভিনয় করতে হয় l
বর্তমান সমাজব্যবস্থায় মানবজীবনের বেঁচে থাকার যে বাধ্যবাধকতা, ইচ্ছে না থাকলেও যে তাকে অনেকক্ষেত্রে আপোষ করতে হয়, নিজের জানা বোঝা বিষয়টিকে চেপে গিয়ে একটা মিথ্যা জানাকে স্বীকৃতি দিতে হয় - এরকম বিষয়ের ওপরেই এই ছড়াটি লেখা l
ছড়াটিতে ছন্দের কাজ সুন্দর l কবিকে অভিনন্দন !