সব প্রেমের সম্পর্ক পরিণতি পায় না l হয়তো প্রেম ছিলই না কখনো l ছিল শুধু এক পক্ষের ভ্রম l 'একজন' রচনায় কবি শপথ এমনই এক হারানো প্রেমের অভিজ্ঞতা বর্ণনা করেছেন l প্রেমিকের মনে হয়েছে তার প্রেয়সীর মনে সে স্থায়ী আসন পেয়েছে l তার প্রেম অনুমোদন পেয়ে গেছে l প্রেমের আঁচলে তাকে আশ্রয় দিয়েছে তার প্রেয়সী l তার হৃদয় খোদাই করে প্রেয়সী রক্তের অক্ষরে নিজের নাম লিখে দিয়েছে - নিজের প্রেমের ওপর এতটা বিশ্বাস ছিল প্রেমিকের l ভালোবেসে তাকে বুকে জড়িয়ে ধরেছিল l কিন্তু এ সবই ছিল প্রেমিকের ভ্রম l আজ সত্য তার সম্মুখীন হয়েছে l দু চোখের জল ছাড়া তার প্রেয়সীর কাছ থেকে আর কোনো উপহার পায় নি সে l তার প্রেয়সী অপর একজনের সঙ্গে মিলিত হয়ে দুজন হয়ে গেছে l কিন্তু তাকে একা করে দিয়ে গেছে l এই ব্যথা প্রেমিকের বুকের গভীরে চিতার আগুন জ্বালিয়ে দিয়েছে l সব হারিয়ে আজ তার পাগলপ্রায় অবস্থা l তার প্রেম এক স্বপ্ন হয়েই থেকে গেছে l বাস্তবতার মাটিতে ব্যর্থ হয়েছে l কোনো অধিকার নেই তার নিজের প্রেমের ওপর l যেন ভালবাসার আদালত থেকে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে তাকে l চেনা জগতটা যেন অচেনা হয়ে গেছে l পাগল ভবঘুরের মতো হয়েছে তার অবস্থা l দৃষ্টির সীমায় যাদের সে দেখছে, সকলেই যেন অপরিচিত l কেউ তাকে চেনে না l তাদের সম্মুখীন হওয়াটাও যেন তার কাছে মহাপাপের কাজ l তার এই পাগল ভবঘুরে রূপের সঙ্গে নিজের পরিচিতি প্রকাশ করতেও তার প্রেমিকা আজ কুণ্ঠা প্রকাশ করে l লজ্জায় চোখের পলক নামিয়ে নেয় l


কবিকে জানাই শুভকামনা !!