স্বাভাবিক নিয়মেই জীবনে প্রেম আসে l যখন প্রেম আসে জীবনের আকাশ রঙিন হয়ে যায় l প্রখর সূর্যতাপ, যুক্তিতর্কবোধ ম্লান হয়ে রোমান্টিক গোধূলি ভাবনায় মন আবিষ্ট হয় l কিছুটা আড়াল আসে জীবনে l সেই আড়ালে দাঁড়িয়ে ভালোবাসার রঙে রঙিন হয়ে জীবননদীর যাত্রাপথের একটা পর্যায়ে এসে প্রিয়জনের জন্য অপেক্ষায় থাকে প্রেমিক মন l দুই প্রেমীর সাক্ষাত, প্রেমালাপ এবং প্রেমের উপভোগ - এমনই প্রেমভাবনা নিয়ে 'আলাপন' কবিতা l কবি অম্বিকা মন্ডল l


অপেক্ষায় থেকে থেকে একসময় দুই প্রেমীর মিলন হয় l আলো আঁধারি সাঁঝবেলায় প্রিয় মানুষটির পদধ্বনিতে মনের তানপুরায় সুর খেলে ওঠে l জীবনে শুরু হয় এক অপরূপ, অনাস্বাদিত অধ্যায় l  এক মিঠে আলাপন l শুধু মুখের কথা নয়, এক হৃদয়ের সঙ্গে অন্য হৃদয়ের আলাপন শুরু হয় l হৃদয় আবেগে মুছে যায় সমস্ত সীমারেখা l পারস্পরিক স্পর্শসুখ, প্রেমপূর্ণ দুই চোখের পরস্পরের গভীরতায় হারিয়ে যাওয়া এবং প্রেমচুম্বনে ভালোবাসা পূর্ণতা পায় l মনের গভীরে ভালোবাসা তার চিন্হ এঁকে দিয়ে যায় l


কিন্তু জীবন একমুখী নয় l সর্বদা আবেগমথিতও নয় l নানা টানাপোড়েন প্রেমের সম্পর্কে সাময়িক কিছুটা বিরাগের সম্পর্ক, কিছুটা অবসাদ নিয়ে আসে l কিন্তু এটাও স্থায়ী নয় l তার থেকেও আবার উত্তরণ হয় l জীবনের সব বাধ্যবাধকতা, বাস্তবতা, সংকীর্ণতা, টানাপোড়েন সত্বেও প্রেমকে অস্বীকার করা যায় না l হৃদয়ের টান বড়ো টান l তার অনুভবের প্রাবল্যে বারবার প্রেম আসে জীবনে l হৃদয়ের সঙ্গে হৃদয়ের আলাপন চলতে থাকে l


সুন্দর ছোট্ট কবিতার জন্য কবিকে অভিনন্দন !!