একপাক্ষিক যৌবন l অর্থাৎ যৌবন বয়স ভালবাসার বোধ এনেছে দেহে মনে l কিন্তু একতরফা ভালবাসা l ভালবাসার অনুভব বুকের পাঁজরে l কিন্তু সঙ্গী মেলেনি l অথবা সঙ্গী মিললেও তার কাছ থেকে সাড়া মেলে নি l ভালবাসার প্রস্তাব নাকচ হয়েছে l
সঙ্গী খুঁজতে খুঁজতে, এবং ক্রমাগত সেই প্রয়াস ব্যর্থ হতে হতে ক্লান্তি এসেছে দেহে মনে l কোনো দিশা মিলছে না l আশার আলো স্তিমিত হতে হতে যেন নিভে যেতে বসেছে l হতাশার অন্ধকার গ্রাস করেছে প্রেমিককে l
বয়ঃসন্ধিকাল পেরিয়ে শরীর যেমন যেমন যৌবনপ্রাপ্ত হচ্ছে, প্রতিটি কোষে, শিরায় উপশিরায়, তার অন্তঃস্থলে প্রেম, ভালবাসার বোধ জন্ম নিচ্ছে l কাউকে, বিশেষ কোনো একজনকে খুব ভালবাসতে ইচ্ছা করছে l মায়া, মমতা জাগছে তার প্রতি l তার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতেও মন প্রস্তুত l নিভৃতে, গোপনে দেহে মনে নানা পরিবর্তন সূচিত হচ্ছে l মাঝে মাঝে বুকের বাঁপাশটিতে এক অনুভব হচ্ছে l তার থেকে এই পরিবর্তনের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে l
এভাবেই দিন এগিয়ে যাচ্ছে l বয়স বাড়ছে l শরীর মনের চাহিদা বাড়ছে l একটা সম্পর্কে বাঁধা পড়ার জন্য মন ব্যাকুল হচ্ছে l নানা স্বপ্ন মনের মধ্যে দানা বাঁধছে l একটা সংসার, একজন মনের মতো সঙ্গী - যৌবন তার নিজের রঙে মনকে রাঙিয়ে তুলছে l প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ প্রেমিকার সঙ্গে উষ্ণ চড়ুইভাতিতে মিলিত হবার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে l আঁধার কেটে গিয়ে নতুন সূর্যের আশায় মন তৈরি হচ্ছে l
নবযৌবনের উন্মেষে যুবক যুবতীর মনের মধ্যে প্রেম ভালবাসার বোধের যে আলোড়ন শুরু হয়, "অতঃপর চড়ুইভাতির খোঁজে" কবিতাটিতে কবি সিয়ামুল হায়াত সৈকত তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন l
আসরে প্রকাশের প্রায় তিন বছর ছয় মাস পর কবিতাটি লক্ষ্য করলাম l কবিতাটি আসরে যুক্ত হয়েছে ০৮-০৫- ২০১৪ তারিখে l
আসরের এটিই কবির প্রথম কবিতা l এই কবিতাটিতেই এক প্রতিশ্রুতিময় কবির সন্ধান পাওয়া যায় l এর পরে কবি আসরে আজকের তারিখে ১১০ টি কবিতা প্রকাশ করেছেন l কিন্তু লক্ষ্য করলাম বিগত প্রায় চার মাস ধরে কবি আসরে কবিতা যোগ করেন নি l শেষ কবিতা যোগ করেছেন ২২-০৬-২০১৭ তারিখে l সম্প্রতি আলোচনা পাতায় কবি একটি লেখা প্রকাশ করেছেন, যেখানে কলকাতায় "প্রেম ও একিলিসের ঘোড়া" নামে তাঁর একটি পকেট কাব্য সংকলন প্রকাশিত হয়েছে এই সুসংবাদ দিয়েছেন l কবির এই প্রয়াস সফলতা লাভ করুক - এই শুভকামনা করি l
আসরে কবির নিয়মিত উপস্থিতির প্রার্থনা রইল l