ভালোবাসার কথা :
ভালবাসা কাব্য কবিতার এক সাধারণ বিষয় l প্রেমের কবিতায় ভালবাসার নানা রূপ আর প্রকরণ নিয়ে কবিদের অনন্ত খোঁজ, অনন্ত সাধনা চলে l "ভালোবাসার কথা" কবিতাটিতে কবি শেখ লিটন সরকারের বিষয়ও ভালবাসা l তবে এখানে নির্দিষ্টভাবে প্রেমিক প্রেমিকার ভালবাসাকে বিষয় হিসাবে না নিয়ে, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মানুষের সাধারণ জীবনযাপনে ও জীবন অভিজ্ঞতায় ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি, মানবতার প্রতি ভালবাসার অনুভব যেভাবে আসে, তাদের জীবনকে প্রভাবিত করে, তাদের জীবনে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করে - এরকম নানা বিষয়কে কবি কবিতায় এনেছেন l
ভালবাসা একটি শক্তি l এই শক্তি মানুষকে সৃষ্টিতে প্রণোদিত করে l আবার ভালবাসার আঘাত দুর্বলচিত্ত মানুষকে নানা বিচিত্র ভাবনার পরিণতিতে বিনাশের পথে নিয়ে যায় l কিন্তু কোনোভাবেই ভালবাসাকে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব হয় না l
কবিতায় কবি বলছেন প্রতিটি মানুষ ভালবাসার কাছে দুর্বল হয়ে যায় l অর্থাৎ ভালবাসার আকর্ষণ এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না l প্রতিটি মানুষের ভেতরেই হৃদয়ের যে অবস্থান, ভালবাসা ও মানবতার ডাকে সাড়া দিতে সে মরীয়া l ভালবাসার স্পর্শে সে প্রেমিক ও মানবতার অনুভবে মানবিক l কিন্তু ব্যক্তিভেদে, অবস্থাভেদে, বস্তুভেদে ভালবাসার এই অনুভব বিচিত্র l বিত্তবৈভবের মধ্যে যাদের জীবনযাপন, তাদের ভালবাসার অনুভব যারা দারিদ্র্যক্লিষ্ট, নিরন্ন, তাদের ভালবাসা থেকে ভিন্ন l একই ভালবাসা নামক মানবিক অনুভূতি মানুষের অবস্থাভেদে ভিন্ন ভিন্ন রঙ ও আকার নেয় l
কোথাও ভালবাসা মমতাময় l আবেগপূর্ণ l সৃজনশীল l ভবিষ্যতের জন্য সৃষ্টি রেখে যায় l নিদর্শন রেখে যায় l আবার কোথাও ভালবাসা মমতাহীন l লুটেরা l ভালবাসার অভিনয়ে শোষণ করে l লুট করে নেয় সব l আবার ভালবাসা কোথাও এতটাই আবেগপ্রবণ ও যুক্তিহীন যে কোনোরকম মনোকষ্ট ছাড়াই শুধু বিলাসী ভাবনায় স্বতঃপ্রণোদিত হয়ে জ্বলে পুড়ে মরে l অকারণেই কেউ ভালবাসার সম্পর্ক থেকে দূরে সরে যায় l আবেগ অভিমানের আতিশয্য যুক্তিহীনতাকে প্রশ্রয় দেয় l ভালবাসার সম্পর্ক দুর্বল হয় l বেঁধে রাখতে পারে না l হতাশার গারদখানায় বন্দী হয় তারা l  
ভালবাসার গতি সর্বত্র l বুদ্ধিজীবিরাও ভালোবাসেন l তাঁরা খুঁজে নেন তাঁদের প্রার্থিত, বুদ্ধি বিবেচনা অনুযায়ী যুগোপযোগী ভালবাসার খোরাক l ভালোবাসেন শিল্পীরাও l তাঁদের ভালবাসা থেকে সৃষ্টি হয় শিল্পের অনুপম সৃজননির্যাস l রাজনীতিক নেতাদের ভালবাসার বিষয় হলো জনতার বিশ্বাস, আস্থা, ভরসা l আর বিপক্ষের নেতাদের জন্য তাঁরা চান উপহাস, যা তাঁদের নিজেদের ভোটবাক্সকে মজবুত করে l বিজ্ঞানীরা ভালোবাসেন গবেষণা l তাঁদের লক্ষ্য নিত্য নতুন আবিষ্কার l আবিষ্কারের ক্ষেত্রগুলি সর্বদা যেন তাঁদের হাতছানি দিয়ে ডাকে l আর যারা একেবারেই সহজ, সরল, সাধারণ মানুষ তাঁদের ভালবাসা হল স্রষ্টার প্রতি l তাঁর সৃষ্টির প্রতি l রোদ-বৃষ্টি-ঝড় প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রতি l


ভালবাসার অমোঘ শক্তি ও প্রভাবকে অস্বীকার করা বা এড়িয়ে চলা কারো পক্ষেই সম্ভব নয় l ভালোবাসার ডাকে সব মানুষই দুর্বল হয়ে পড়েন l মানবতার ডাকে সব মানুষই মানবিক হন l
ভালবাসা বিষয়টিকে কবিতায় এইভাবে নানা ভাবনায় দেখেছেন কবি l


নারী তুমি :
পুরুষ এবং নারী সৃষ্টির দুই সত্তা l শক্তির দুই রূপ l আবহমানকাল ধরে কাব্য কবিতায় শক্তির আরাধনা বন্দনা চলে আসছে l সেই ধারার অনুসরণে বর্তমান কবিতায় পায় শক্তির অন্যতম রূপ নারীর স্বরূপ বর্ণনা l
"নারী তুমি" শীর্ষক কবিতাটি আসরে প্রকাশিত কবির দ্বিতীয় কবিতা l প্রকাশের তারিখ ০৮-১০-২০১৭ l কবিতাটিতে কবি শেখ লিটন সরকার নারীজাতির মাহাত্ম্য বর্ণনা করেছেন l কবির বর্ণনায় নারী পৃথিবীর প্রকৃতির মতো অপরূপ, অপূর্ব সুন্দর সৃষ্টি l পৃথিবীর প্রথম মানব আদমের ইচ্ছায় তার নিঃসঙ্গতা কাটাতে ঈশ্বর তার প্রার্থনা মঞ্জুর করেন l নিজের
পাঁজর ভাঙ্গা হাড়ে আদম গড়ে তোলেন তার প্রেয়সী-স্ত্রী ঈভের অবয়ব l ঈশ্বর সেই অবয়বে প্রাণ সঞ্চার করেন l ইহজগতে নারী হলো মমতাময়ী  মায়ের সন্তান, নাড়ী ছিঁড়ে যাকে মায়ের থেকে পৃথক করা হয় l কিন্তু সে মায়ের কলিজার টুকরো ফুটফুটে কন্যা হয়েই থাকে সারাটা জীবন l দৈনন্দিন জীবনে, কি সংসারে, কি বাইরের দুনিয়ায় নারী পুরুষের পাশে প্রতিটি কাজে সমান মাত্রায় দক্ষ l নারী সেবা ও করুণার প্রতিমূর্তি l মহীয়সী মাদার টেরেসা l নারী সুফিয়া কামালের অমর কীর্তি l বেগম রোকেয়ার “নারী জাগরণ”। নারী পবিত্রতার প্রতীক l নবীর পবিত্র উচ্চারিত ঘোষনায় পিতার চেয়ে তিনগুণ  শ্রদ্ধাপ্রাপ্ত l মায়ের পায়ের নীচে স্বর্গ-জান্নাতের স্থান।
রবীন্দ্রনাথের কাছে নারী রহস্যময় l অর্ধেক বাস্তব আর অর্ধেক কল্পনা l নজরুলের “নারী”কবিতায় নারীর সম অধিকার ঘোষিত। নারী প্রতিবাদ-আন্দোলনে সহযোদ্ধা l
প্রত্যেক গণমঞ্চের প্রতিটি লাইনের সম্মুখে তার স্থান l সমাজে বিবেকবান পুরুষের কাছে নারী সম্মানপ্রাপ্ত l নারী সম্রাট শাজাহানের ভালোবাসার উপহার আগ্রার তাজমহল l
নারী পুরুষের শ্রেষ্টতম আকর্ষণ যাকে লাভ করবার জন্য পৃথিবীতে ঘটে গেছে কতো মহাযুদ্ধ l হেলেনের প্রেমে বিধ্বস্ত ট্রয় নগর l নারী সকল কবির প্রথম কবিতা লেখার প্রেরণা l কবিতারাজ্যে তাই প্রেমের কবিতার ছড়াছড়ি l নারী সুচারু পাংশু চিত্রকল্পের উত্স l নারীর তুলনা কেবল একজন নারীর সঙ্গেই করা সম্ভব l


সুন্দর কবিতাদ্বয়ের জন্য কবিকে জানাই অভিনন্দন ও শুভকামনা !!