শুভ জন্মদিন কবি !
মানুষের সব প্রচেষ্টা সফল হয় না l আবার কোনো প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয়েছে এমনও বলা যায় না l কারণ সকল প্রচেষ্টা থেকেই মানুষ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেন l ফলে যে প্রয়াস আপাতদৃষ্টিতে ব্যর্থ, সেখান থেকেও মানুষ অনেককিছু শেখেন, যা পরবর্তীতে অন্য একটি প্রয়াসে সফল হতে সাহায্য করে l এমন একটি সাধারণ বিষয় নিয়ে 'বিফলতা' কবিতাটি রচনা করেছেন আসরকবি পূজা বিশ্বাস l
কবি বিফলতাকে খারাপের প্রতীক বলে মেনে নিতে পারেন না l কারণ কোনো কাজের শুরুতেই কাজটিতে সফলতা আসবে, নাকি বিফলতা আসবে তা বোঝা যায় না l একটা অনিশ্চয়তার মধ্যেই সব কাজ শুরু হয় l সফল হবার আশাতেই মানুষ কাজ শুরু করেন, এবং চেষ্টা করেন সেই সফলতা অর্জন করতে l যদি ব্যর্থতাই সকল কাজের অনিবার্য পরিণতি হতো, তাহলে কেউ কোনো কাজ শুরু করার উত্সাহ পেতেন না l কোনো চেষ্টার পরিণতিতে বিফলতা আসতে পারে, কিন্তু সফলতার আশা থাকে বলেই মানুষ কাজ শুরু করেন এবং সফল হবার জন্য আন্তরিক চেষ্টা করে যান l এভাবেই অনেক পুরাতনকে ত্যাগ করে আমরা আধুনিককে গ্রহণ করেছি l
যাঁরা প্রয়াস করেন, তাদের মধ্যেই কেউ সফল হন, কেউ আবার হন না l কিন্তু যাঁরা কখনো প্রয়াস করেন না, সফলতা কোনোদিন তাদের চরণ স্পর্শ করে না l কঠোর প্রয়াসের অন্তে যাঁরা সফল হন, তাঁদের  শ্রেষ্ঠত্বের শিরোপা দেয়া হয় l সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁদের সংবর্ধনা দেয়া হয় l আর যাঁরা প্রয়াস করেও ব্যর্থ হন, তাঁদের কিছুই জোটে না l শূন্য হাতে তাঁদের ফিরে যেতে হয় l আপাতদৃষ্টিতে আমরা এটাই মনে করি l কিন্তু বিফল প্রয়াসকে এভাবে ছোট করে দেখা যায় না l আজ যিনি সফল হলেন, হয়তো দেখা যাবে পূর্বে বহুবার তিনি ব্যর্থ হয়েছিলেন l সেই ব্যর্থতাগুলি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে, শিক্ষা গ্রহণ করে পরবর্তী প্রয়াসের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা, সেই শিক্ষা ব্যবহার করে আজ তিনি সফল হয়েছেন l ফলে বিফলতা বলে আসলে কিছু হয় না l প্রতিটি আপাত বিফল প্রয়াস হলো পরবর্তী প্রয়াসের ক্ষেত্রে নিজেকে আরো যোগ্য করে গড়ে তোলার এক একটি ধাপ l এভাবেই মানুষ ক্রমাগত নিজেকে যোগ্য করে গড়ে তোলেন তাঁর সমস্ত বিফলতার অভিজ্ঞতাকে ভিত্তি করে l
কোনো কাজে বিফল হলে তাই ভেঙে পড়ার কোনো কারণ নেই l উত্সাহ হারিয়ে ফেলা উচিত নয় l মনের মধ্যে গজিয়ে ওঠা পিছুটানকে উপেক্ষা করে নতুন প্রয়াসে ঝাঁপিয়ে পড়ার জন্য মনকে সংকল্পবদ্ধ করা প্রয়োজন l
বিফলতার সম্ভাবনা আছে বলেই সফলতার আনন্দ শতগুণ বেড়ে যায় l তাই বিফলতার গ্লানিকে অস্বীকার করে সর্বদা নতুন নতুন প্রয়াসে যুক্ত থাকতে হবে l বিফল হলে লোকে নিন্দা করবে, সঙ্গ ত্যাগ করবে l কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না l  এই নিন্দাকেই কাজের প্রেরণা হিসাবে গ্রহণ করে পরবর্তী প্রয়াসে নব উদ্যমের রক্ত সঞ্চার করতে হবে l
ক্রমাগত প্রয়াসে যখন সফলতা আসবে তখন সেই নিন্দুকেরাই প্রশংসকের রূপে ভিড় করবেন l সফলতার ছাইমাখা দেহ ঘিরে তাঁরাই বিজয়ের গান গাইবেন l সফলতার মধ্যে দিয়ে কিছু সৃষ্টি করতে পারলে সেই সৃষ্টিকে ঘিরে মানুষ আনন্দে মেতে উঠবেন l তখন সব বিফলতার দুঃখ মিলিয়ে যায় l বিফলতাগুলিকে বিফল মনে না হয়ে সফলতার সোপান বলে মনে হয় l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা l