মানুষ সামাজিক জীব l একা বাস করা তার জন্য নয় l সমাজে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে নানা সম্পর্কে জড়িয়ে থাকে l অনন্ত এই সম্পর্ক l তার মধ্যে একটি সম্পর্ক হলো বন্ধুত্বের l প্রকৃত বন্ধুর সংসর্গ ভাগ্যের বিষয় l জীবনের অনেক ওঠাপড়া, ঘাত প্রতিঘাত বন্ধুর সাহচর্যে অনায়াসে পার হওয়া যায় l মন খারাপের উপসর্গ বন্ধুর আগমনে সহসাই দূর হয়ে যায় l এমনই নানা বিষয়কে ঘিরে কবি সৌরভ তালুকদার লিখেছেন তাঁর 'বন্ধু' শীর্ষক রচনাটি l


জীবনে চলার পথে নানারকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হয় l কিছু পরিস্থিতি যেমন আমাদের আনন্দ দেয়, তেমন অনেক মুহূর্তেই নানা ঘাত প্রতিঘাতে আমরা বিষন্ন হয়ে পড়ি l এই বিষণ্নতা কিছুতেই আমাদের ছেড়ে যেতে চায় না l রাতের পর রাত আমরা চুপ করে থাকি l কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না l ব্যথা বেদনায় চোখ থেকে অনবরত জল পড়তে থাকে l নানা কারণে এরকম পরিস্থিতির উদয় হতে পারে l হয়তো খুব কাছের কেউ, কোনো প্রিয়তম বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়েছে, তখন ব্যথার কালো মেঘে মন ভরে যায়, বুকটা ভারি হয়ে ওঠে l


এই অবস্থায় সব দুঃখ, অভিমান ভুলে গিয়ে বন্ধুর কাছে যদি আত্ম সমর্পন করা যায়, মনের সব কথা উজাড় করে যদি তাকে বলা যায়, তাহলে নিমেষেই যেন দুঃখ বিষাদের মেঘ বাদল কেটে যায়, আনন্দের রোদ ফুটে ওঠে l মন খারাপের ক্ষেত্রে বন্ধুর ভালোবাসার চেয়ে বড়ো মহৌষধ কিছু নেই l একজন ভালো বন্ধুই পারে জীবনের সকল রকমের দুঃখ, হতাশা, বিপদ আপদ পেরিয়ে এগিয়ে যাবার প্রেরণা দিতে l বন্ধুর চেয়ে বড়ো বন্ধু কেউ নেই l তাই কোনো বন্ধুর সঙ্গে সাময়িক মনোমালিন্য হয়ে গেলেও যতো তাড়াতাড়ি সম্ভব তা কাটিয়ে উঠে আবার সম্পর্ক পুনস্থাপন করে নেয়াটাই বুদ্ধিমত্তার পরিচয় l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!