প্রকৃতির অংশ প্রতিটি জীব l প্রকৃতির মধ্যে তার জন্ম ও বেড়ে ওঠা l প্রকৃতি থেকে সে শেখে l আবার প্রকৃতির সঙ্গেই তার যতো দ্বন্দ্ব l প্রতি মুহূর্তে প্রকৃতিকে নিজের অনুকূল করে গড়ে নিচ্ছে সে l সফল হচ্ছে অনেক ক্ষেত্রেই l আবার কখনো প্রকৃতির কাছে সে অসহায় l প্রকৃতির ভয়াল ধ্বংসাত্মক রূপের কাছে হার মানে সে l
প্রকৃতির অনেক রূপ l এক একটি রূপের দূত এক একটি প্রাণী বা জীব l কোকিল যেমন বসন্তের দূত l বসন্ত ঋতু ঋতুশ্রেষ্ঠ l রঙে রূপে পৃথিবী নতুন সাজে সেজে ওঠে l ফুলের বাহার চতুর্দিকে l এর সঙ্গে যোগ হয় গাইয়ে পাখি কোকিলের মধুর স্বরের কলতান l
"বসন্তের দূত" রচনায় কবি সোমা বিশ্বাস কোকিলের এই কুহুতানের সূত্রে মানুষের সঙ্গে প্রকৃতির ঐক্য ও দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরার প্রয়াস করেছেন l এক অর্থে প্রকৃতি আমাদের শিক্ষক l আমরা প্রকৃতি থেকেই শিখি l আবার প্রকৃতির ওপর খবরদারি করতেও মানুষ ওস্তাদ l অন্য সকল প্রাণী প্রকৃতিকে যে অবস্থায় পেয়েছে, আবহমানকাল থেকে সেই অবস্থাতেই তাকে ব্যবহার করে চলেছে l প্রকৃতির সঙ্গে তাদের বিরোধের নয় মিলনের সম্পর্ক, আপসের সম্পর্ক l কিন্তু মানুষ সর্বদা চেয়েছে প্রকৃতিকে নিজের মতো করে গড়ে নিতে l গড়ে নিয়েছেও l যেখানে পারে নি সেখানে সাময়িকভাবে হার স্বীকার করেছে l চিরকালের জন্য নয় l আলোচ্য কবিতায় যেমন কোকিলের সঙ্গে কবির ঝগড়া হয়, সেই ঝগড়া কবি উপভোগ করেন l কখনো কোকিলের গান শুনে কবি মুগ্ধ হন l কোকিল এমন ভাব দেখায় যেন বিশ্বসংসারে সে সেরা গায়ক l কবি তার বিরোধ করেন না l তবে কবি যখন কোকিলের সুর নকল করে গান ধরেন, কোকিলের খুব অভিমান হয় l অভিমানে চুপ করে যায় l যেমনটা প্রকৃতির ক্ষেত্রে হয় যখন প্রাকৃতিক ব্যাপারে মানুষ অত্যধিক হস্তক্ষেপ করে l তখন প্রকৃতি তার ভয়াল রূপ ধারণ করে মানুষকে বুঝিয়ে দেয় প্রকৃতির সঙ্গে তার প্রতিযোগিতা চলে না l প্রকৃতির কাছে মানুষের শক্তি অতি তুচ্ছ l কিন্তু প্রকৃতির এই রুষ্ট রূপ ক্ষণস্থায়ী l যখন প্রকৃতি মনোহারী রূপ ধারণ করে তখন প্রকৃত অর্থেই সে মানুষের শিক্ষক হয়ে যায় l কোকিল তার সুমিষ্ট কুহু সুরে যেন মানুষকে গান শেখায় l গানের যতো সুর সব প্রকৃতির দান । ফলে মানুষের গান শিক্ষার গুরু কোকিল তথা প্রকৃতি একথা বললে ভুল হবে না l এভাবেই গান গেয়ে, বসন্তের দূত হয়ে যুগ যুগ ধরে ছোট্ট কোকিল পাখি মানুষকে শিক্ষা দান করার সঙ্গে সঙ্গে আনন্দ দান করে চলেছে l প্রকৃতিকে সুরের ঝর্ণাধারায় ভরিয়ে তুলেছে l


সুন্দর ছোট্ট কবিতার জন্য কবিকে জানাই শুভকামনা l