গতকাল অর্থাৎ ০৭-১০-২০১৭ তারিখ কবি দুপুর মিত্র-এর এক বাক্যের কবিতাগুলি পাঠ করে বেশ মজা পেয়েছিলাম l তার মধ্যে বেশ কিছু রচনা অসাধারণ সুন্দর লেগেছিল l অন্য কিছু কবিবন্ধুও  মন্তব্যে তাঁদের ভালো লাগার বিষয়টি উল্লেখ করেছিলেন l
সমস্যা হলো যখন কবি দুপুর মিত্র আরো এক ধাপ নেমে আজ (০৮-১০-২০১৭) প্রকাশ করলেন এক শব্দের ৫০টি কবিতা l বিষয়টি এতই অভিনব যে এখন পর্যন্ত যে দুজন কবি মন্তব্য করেছেন দেখলাম তাঁরা বিষয়টি অনুমোদন করেন নি l শ্রদ্ধেয় কবি সামসুল হক সঙ্গত কারণেই বলেছেন যেহেতু কবিতা মানুষের জীবনের সঙ্গে সমন্বিত, সেই সমন্বয় স্পষ্ট করবার জন্য কবিতার দৈর্ঘ্য কমপক্ষে একটি পূর্ণ বাক্যে হওয়া দরকার l এর সঙ্গে সংযোগ করে বলা যায়, ব্যাকরণের বিচারে শব্দ প্রকাশ করে অর্থ, এবং বাক্য প্রকাশ করে মনের ভাব l কবিতা যেহেতু একটি ভাব প্রকাশ করে, সেই ভাবের প্রকাশ শব্দে নয় বাক্যে হওয়া বাঞ্ছনীয় l আসরের প্রবীণ কবি সঞ্জয় কর্মকার স্বীকার করেছেন, একশব্দের কবিতাগুলি বারবার পাঠ করেও তিনি কবিতার আস্বাদ পান নি l
বিষয়টি তাহলে কোথায় দাঁড়ালো ?
প্রশ্ন হতে পারে, একটা কবিতা কতো ছোট হতে পারে ? বিষ্মিত হলেও একথা সত্য যে আমেরিকান কবি Aram Saroyan ১৯৭০ সালে ইংরাজি ভাষায় এক বর্ণের একটি কবিতা লিখেছিলেন l কিরকম ? সেটা keyboard এ লেখা সম্ভব নয় l হাতে লিখতে হয় l এধরনের letter লেখার keyboard এখনও তৈরি হয়েছে বলে জানি না l M বর্ণে কয়টি পা থাকে ? তিনটি l এর সাথে আরো একটি পা জুড়ে দিলে তার যে চেহারা হয়, Aram Saroyan এর একবর্ণের কবিতাটি ছিল সেরকম দেখতে l অনেকটা প্যাঁচানো হরফে m ও n কে জড়িয়ে লিখলে যা দেখতে হয় সেরকম l নীচে ইমেজ বক্স এ সেটা দেয়া হয়েছে l সবচেয়ে মজার বিষয় হলো, Guiness Book of World Records এই একবর্ণ রচনাটিকে বিশ্বের সবথেকে ছোট কবিতার স্বীকৃতি দিয়েছে l
প্রশ্ন জাগে, এই কবিতাটি পাঠ হবে কি ভাবে ? তার উচ্চারণ কি হবে ? বলা হচ্ছে উচ্চারণ হবে M ও N এর সম্মিলিত উচ্চারণ যা হয় তাই l আবার বলা হচ্ছে, " I am" এর সমধ্বনি l বলা হচ্ছে এরকম ব্যবহার আমাদের একটি বর্ণের অন্দরে নিয়ে যায় l একটি বর্ণের গঠনরহস্য উন্মোচিত হয় l বিভিন্ন বর্ণের আকার সম্বন্ধে নতুন ভাবনা আসে ইত্যাদি l যেমন দুটো u = w l এরকম অনেক l
একটি মত হলো পৃথিবীর সবথেকে ছোট কবিতা হলো 'মা' l এটিও এক শব্দের কবিতা l Aram Saroyam M এর সঙ্গে একটি অতিরিক্ত পা যোগ করে তার যে রূপ দিয়েছেন তাতে সেটি M এর পর আ- কারের মতো দেখায় l অর্থাৎ  M + া = মা l তাহলে Aram Saroyam এর এক শব্দের কবিতাটি   কি মা ? ইংরাজী ভাষাতেও Mother শব্দটির উচ্চারণ কিন্তু 'মা' দিয়ে শুরু l হিন্দি ভাষাতে তাই l মা- তাজি l পৃথিবীর অন্য সব ভাষাগুলিতেও কি তাই ?
Aram Saroyam এর একটি বিখ্যাত এক শব্দের ইংরাজি কবিতা হলো 'lighght' l এক শব্দের ইংরাজি কবিতার প্রতিযোগিতায় এই কবিতাটি ৫০০ ডলার পুরস্কার জিতে নিয়েছিল l কে দিয়েছিল পুরস্কারটি ? ১৯৭০ সালে এই পুরস্কারটি দিয়েছিল National Endownment for the Arts নামে এক আমেরিকান সংস্থা l সমালোচনাও হয়েছিল জোরদার l এটিকে কবিতা বলে মানতে চান নি অনেকেই l এক শব্দের কবিতা বলা হচ্ছে l অথচ শব্দের বানানটাই শুদ্ধ নয় l শুদ্ধ বানান হলো 'light' l অথচ 'lighght' পুরস্কার পেল l নতুনত্বের নামে মানবজাতির আজব কীর্তি ! কি জানি এর মধ্যে সাহিত্যের কি ভবিষ্যৎ লুকিয়ে আছে l
স্কটল্যান্ড এর কবি Edwin Morgan ১৯৬৭ সালে একটি পুস্তিকা বার করেছিলেন l সেখানে ছিলো নয়টি এক শব্দের কবিতা l
Ian Hamilton Finlay কবিদের কাছ থেকে এক শব্দের কবিতা আহ্বান করেছিলেন l মজার ব্যাপার হলো, কবিতাগুলির শিরোনামের ক্ষেত্রে শব্দের সীমা বেঁধে দেওয়া হয় নি l অর্থাৎ এক শব্দের কবিতার ক্ষেত্রে দুই তিন চার পাঁচ শব্দের বা তার চেয়েও বেশি শব্দ ব্যবহার করে শিরোনাম নেয়ার স্বাধীনতা ছিল l শিরোনাম এবং কবিতা - দুয়ে মিলে কবিতার অর্থ ও ভাব ফুটে উঠতো l
একবর্ণের, একশব্দের কবিতা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত চলাকালীন ১৯৭২ সালে Dave Morice নামে এক পত্রিকা সম্পাদক Matchbox নামে এক সাহিত্যপত্রিকা বার করলেন l এখানে শুধু একশব্দের কবিতা প্রকাশ করা হতো l প্রতি সংখ্যার দাম ছিলো ৫ সেন্ট l এই পত্রিকার একটি পাতায় মাত্র একটি একশব্দের কবিতা থাকতো l মোট থাকতো নয়টি পাতায় নয়টি কবিতা l আর সেই পাতার মাপ ছিলো এক বর্গ ইঞ্চি মাত্র l পত্রিকাটি একটি Matchbox এর মধ্যে পুরে বিক্রি করা হতো l এই পত্রিকায় প্রকাশিত কিছু এরকম একশব্দের ইংরাজি কবিতা ও তার কবির নাম :
apocatastasis - Allen Ginsberg
borken - Keith Abbott
cerealism - Fletcher Copp


এই পটভূমিতে দাঁড়িয়ে আসরের পাতায় কবি দুপুর মিত্রের একশব্দের কবিতাগুলিকে তাই পত্রপাঠ খারিজ করা যায় না l সাহিত্যের অঙ্গনে চিরকাল নতুন পরীক্ষা নিরীক্ষা চলেছে l সময় দিয়েছে সেই পরীক্ষার ফল l তাই আমাদেরও দেখতে হবে এই প্রয়োগ বাংলা কবিতার ক্ষেত্রে দীর্ঘকালীন প্রেক্ষিতে কতটা গ্রহণ এবং বর্জিত হয় l
একটি বিষয় এখানে উল্লেখ্য l একবর্ণের কবিতা যেমন হুবহু alphabet এর letters নয়, তেমনই একশব্দের কবিতার ক্ষেত্রে শব্দগুলি কিন্তু সরাসরি আভিধানিক শব্দ নয় l কবি দুপুর মিত্রের একশব্দের কবিতার তালিকা থেকে কবিতাগুলি পাঠ করলে দেখা যাবে কবি দুই বা ততোধিক শব্দকে যুক্ত করে একটি শব্দ গঠন করেছেন l সেই শব্দটি অনেকটাই কবির সৃষ্টি এবং সেই শব্দে যেন একটি ভাবেরও প্রকাশ আছে l
তবু কিছু প্রশ্ন জাগে l কবিতা শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ নয় l প্রকাশ ও পাঠের মধ্যেও নয় l সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও কবিতার অনেক ব্যবহার আছে l কবিতা আমরা পড়ি l পড়ে ভালো লাগলে সেই কবিতা মুখস্থ করি l প্রিয় কবিতাটি যখন মুখস্থ হয়ে যায়, একটা তৃপ্তি অনুভব করি l একশব্দের কবিতা মুখস্থ করে কি সেই তৃপ্তি পাওয়া যাবে ? সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি হয় l শ্রোতারা আগ্রহ নিয়ে তা শোনেন l একশব্দের কবিতা মঞ্চে আবৃত্তি হবে ? শ্রোতারা তা শুনবেন ? স্কুলপাঠ্য কবিতাগুলি মাষ্টারমশাইরা দুই তিন পিরিয়ড ধরে পড়ান l একশব্দের কবিতা কয় পিরিয়ড ধরে পড়ানো হবে ? অনেক কবিতা নিয়ে গান রচিত হয় l তিন-চার মিনিট ধরে সেই গান চলে l একশব্দের কবিতা নিয়ে গান রচিত হলে সেই গান কত মিনিট চলবে ?
এরকম অনেক প্রশ্ন উঠতেই থাকবে l যে কোনো নতুন জিনিসের ক্ষেত্রে এটা হয়েই থাকে l
স্বাভাবিক কারণেই একশব্দের কবিতার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ থাকলো l সময়ই বলে দিবে এই সন্দেহ যুক্তিযুক্ত নাকি ভিত্তিহীন l
কবি দুপুর মিত্রকে তাঁর প্রয়োগের জন্য জানাই অভিনন্দন ও শুভেচ্ছা l


** দুপুর মিত্রের আসরে ০৮-১০-২০১৭ তারিখ  প্রকাশিত ৫০-টি এক শব্দের কবিতা :
১. সকালপাখি
২. স্বপ্নদ্বন্দ্ব।
৩.ভালবাসাকবলিত।
৪.কালোতারা।
৫.প্রাপ্তিঅস্বীকারপত্র।
৬.মানবলিঙ্গ।
৭.সন্ধ্যারোদ।
৮.সংগমপীড়িত।
৯.ঘর্মরেখা।
১০.অন্ধকাররঙিন।
১১.মধুকল্পমল্লিকা।
১২.বাল্মিকীমন্দির।
১৩.পাদ-পদ্মে-প্রেম-রসে
১৪.প্রেমারোহী-গমনোদ্যোগী।
১৫.দিগন্তসংস্থিত-অশ্ব।
১৬.রৌদ্রালঙ্কার-ঝঙ্কার।
১৭.অঙ্গুলিনিপীড়িতজল।
১৮.বৃষ্টিস্পর্শসুখ।
১৯.জ্বরবিশ্রাম।
২০.সন্ধ্যাউপপ্রেমিকা।
২১.খাদ্যষড়যন্ত্র।
২২.শূন্য-পূর্ণতা।
২৩.জ্ঞানোর্ধ্ব-সঙ্গীত।
২৪.রৌদ্রতপ্ত-সাদামেঘ-প্রেম।
২৫.নির্বাণোন্মুখ-যুদ্ধরং।
২৬.মুদ্রিতোন্মুখদুঃখবাগান।
২৭.মৃত্যুমেঘাচ্ছন্নস্বপ্নজ্ঞান।
২৮.সুখমর্মরপ্রস্তরাবৃত।
২৯.তৃণপুষ্পময়দূরত্ববিদ্যুত।
৩০.অতৃপ্তবিলাসতৃষ্ণাসত্যকল্পে।
৩১.অচলপর্বতচিত্তসন্ধ্যাপ্রেমে।
৩২.সর্বজীবমুগ্ধকরীমিথ্যাস্বাধীনতা।
৩৩.প্রথমবসন্তপ্রেরিতডানাহীনগল্প।
৩৪.বসন্তব্যর্থপ্রফুল্লবন।
৩৫.তমালতালীবনসুখরাজিনীলা।
৩৬.ধূলিধূসরিতঅর্থহীনচাঁদ।
৩৭.ঈষদারক্তবেদনামাঠ।
৩৮.রুধিরাক্তমৃত্যুসমুদ্রকলেবর।
৩৯.ভগ্নপ্রেমশিলামগ্নখন্ড।
৪০.শিল্পপ্রান্তরকাননমুক্তনদনদীময়।
৪১.সূর্যসন্ধ্যা।
৪২.সমুদ্রক্ষেত।
৪৩.অলৌকিকবাস্তব।
৪৪.পাখিতাড়ানোহাত।
৪৫.মিথ্যাস্বপ্নবীজ।
৪৬.মগ্নগোপনকান্নাস্রোত।
৪৭.আকাশশিউলি।
৪৮.মশারিঘেরাপূর্ণচাঁদ।
৪৯.শিশিরছড়ানোজোৎস্না।
৫০.স্মৃতিসুশীতলহাওয়া।