শুভ জন্মদিন কবি !
৫৬ বছর পূর্ণ করে ৫৭ বছরে পদার্পণ করলেন আসরের প্রিয় কবি l সেই শুভ মুহূর্তে 'জন্মদিনে' শীর্ষক রচনায় কবির লেখনীতে ফুটে উঠেছে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা l


এই পৃথিবী বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি l মানুষের বসবাসের উপযোগী সমস্ত রকমের আয়োজন আছে এখানে l
মেঘ থেকে বৃষ্টি ঝরে এখানে মাটি সরস হয় l সেই মাটিতে জন্মায় নানা উদ্ভিদ, যা একাধারে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে l পৃথিবীতে জীবনধারণের উপযোগী বায়ুমণ্ডল রচনা করে l
জল আর বায়ু মিলে প্রাণ সৃষ্টি হয় ও রক্ষা পায়।
তাই পৃথিবীর বুকে দেখি এতো অগণিত প্রাণের পরশ। এখানে নিত্য সূর্য ওঠে এবং আঁধার কেটে  যায় l চন্দ্র তারার গতিপথে মানুষ মহাশূন্যের দিশা পায় l পৃথিবী রঙ, রূপ, শব্দ, সুর ময় l অগণিত ফুল, ফল, পাতার সমাহার এই পৃথিবীতে, যার বুকে প্রিয়জন, সন্তান, বন্ধু, পিতামাতা একসাথে সুখে শান্তিতে বসবাস করে l অগণিত পশু পাখি জীবজন্তুর আশ্রয়স্থল এই পৃথিবী l এই সমস্ত প্রজাতির মধ্যে বিধাতা মানুষকে সকলের সেরা করে গড়ে তুলেছেন l
মানুষের বেশে তাঁকে এই পৃথিবীতে প্রেরণ করার জন্য কবি তাই তাঁর স্রষ্টা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন l পৃথিবীর সেরা এক দেশে জন্মলাভের জন্যও কবি কৃতজ্ঞ l তার সঙ্গে তিনি সুযোগ পেয়েছেন বিদেশ ভ্রমণ করার, নানা বৈচিত্র্যে পূর্ণ এই বিশ্বকে দর্শন করার l জীবনে একইসঙ্গে দারিদ্র্য ও প্রাচুর্য - উভয়ের অভিজ্ঞতাই লাভ করেছেন কবি l এর ফলে জীবনকে বুঝতে তাঁর সুবিধা হয়েছে l দারিদ্র্যের যাতনা কি জিনিস এই প্রত্যক্ষ উপলব্ধি থাকার কারণে প্রাচুর্যের সময় সমদৃষ্টি পোষণ করেছেন তিনি l অভাব যিনি দিয়েছেন তিনিই সকল অভাব মিটিয়ে দিয়েছেন l তাই অভাব ও প্রাচুর্যকে সমদৃষ্টিতে গ্রহণ করেছেন কবি l
পৃথিবী সুন্দর কারণ এখানে মানুষ শুধু বর্তমানকে নিয়ে বাঁচে না l সে ভবিষ্যতের স্বপ্ন দেখে l সে শুধু নিজেকে নয়, অপরকেও ভালোবাসে l শুধু নিজের জন্য নয়, অপরের জন্যও বাঁচে l মানুষের মধ্যে স্বপ্ন, ভালোবাসা, আশা প্রভৃতি মানবিক গুণ সৃজন করার জন্য কবি স্রষ্টা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন l এজন্যই পৃথিবীতে জীবনের ধারা বইছে। অসংখ্য বন্ধু ও সাথী নিয়ে তারা এই পৃথিবীকে আদর্শ আবাসস্থল করে গড়ে তুলেছে l পরস্পর নির্ভরশীল এক সুন্দর সমাজ গড়ে তুলেছে যেখানে একের অসুবিধায়, একের বিপদে অন্য সকলে এগিয়ে আসে l অসহায়ের দিকে সহায়তার হাত প্রসারিত করে l
এই পৃথিবীতে উন্মুক্ত আলো, জল, বায়ু, পরমায়ু
সুলভতার জন্য কৃতজ্ঞ কবি ।
এই পৃথিবীতে সকল জীব জগতের স্রষ্টা পরম কল্যাণময় ঈশ্বরের কাছে কবির একটিই কামনা তিনি যেন পৃথিবীতে সকল মানুষকে অপরকে সাহায্য করার, তাদের বিষন্ন হৃদয়ে আনন্দ সঞ্চার করার ক্ষমতা ও মানসিকতা, এবং সকল মানুষ সমান এই বোধ দান করেন


নিজ জন্মদিনে এমন অপরূপ একটি রচনা উপহার দেবার জন্য কবি খলিলুর রহমান মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা l
জন্মদিনে কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!!