মিলন আকুলতা কবিতার কেন্দ্রীয় বিষয় l
অবুঝ প্রেম যন্ত্রণাময় l প্রেমের জন্ম হয়েছে মনে l একজনকে ভালো লেগেছে l তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে l কথা বলতে ভালো লাগছে l তার উপস্থিতি জীবনের অপরিহার্য প্রয়োজন হয়ে উঠেছে l মনের মধ্যে নানা ভাবনা জন্ম নিয়েছে l চিন্তারাশি তাকে ঘিরে আবর্তিত হচ্ছে l দুজনকে ঘিরে সবুজঘন এক স্বপ্ন দেখতে শুরু করেছে মন l
এমন সময় তার চলে যাওয়া l অনুমতি না নিয়ে l আভাস না দিয়ে l সম্পর্কটাকে মাঝপথে ফেলে দিয়ে l যখন গভীর ভালবাসার অনুভবে শরীর মন উত্তেজিত, তখন এইভাবে হঠাৎ প্রিয়জনের চলে যাওয়াটা সহ্য করা যায় না l বিষন্নতা গ্রাস করেছে সমস্ত মানুষটাকে l এই বিরহ বেদনা গভীর আঘাত দিয়েছে প্রেমিককে l
সে ভেবেছে হয়তো কোনো অভিমানে তার প্রিয়া চলে গিয়ে থাকবে l তার অভিমান দূর হলে নিশ্চয় সে আবার ফিরে আসবে l এই আশায় প্রেমিক অপেক্ষা করে থাকে l দিন যায় l মাস যায় l বর্ষাকাল পেরিয়ে ফাল্গুন মাস চলে আসে l কিন্তু সে আসে না l কবিতায় বর্ষা এবং ফাল্গুন মাসের উল্লেখ প্রেমিকের মনে গভীর প্রেমবোধের উন্মেষের প্রতীক l এই দুই সময়ে প্রেমের প্রাবল্য আসে মনে l বৃষ্টির বাদলধারা এবং ফাল্গুনমাসে প্রকৃতির রঙিন বর্ণ মানুষের মনে প্রেম ভালবাসার এক অনুপম আবেশ সৃষ্টি করে l প্রিয়জনের কাছে ছুটে যেতে মন চায় l কিন্তু এই দুই সময়েও তার প্রিয়া তার কাছে ফিরে এল না - বিষয়টি কবিতায় বর্ণিত প্রেমিকটিকে খুবই বিষন্ন, হতাশ করেছে l দু চোখে তার শ্রাবণের অশ্রুধারা ঝরেছে l
তার মনে হতে শুরু হয়েছে, তার প্রেমিকা সম্ভবত তাকে ত্যাগ করেছে l নিশ্চয় সে তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী নয় l হয়তো সে অন্য মনের মানুষ খুঁজে পেয়েছে l প্রিয়ার বিরহে প্রেমিকের কি অবস্থা হয়েছে, সে কতটা ভেঙে পড়েছে, সেটা হয়তো সে বুঝতেই পারছে না l এই অবস্থায় তার প্রিয়ার কাছ থেকে পুনরায় প্রেম ভালবাসা পাবার আশা প্রেমিক ত্যাগ করেছে l
অনন্যোপায় প্রেমিক তার প্রেমিকার কাছে প্রার্থনা করেছে সে অন্তত একবার এসে দেখে যাক তার বিরহে তার প্রেমিকের দিনগুলি, রাতগুলি কিভাবে কাটছে l
বিরহ যন্ত্রণার এক নিখুঁত ছবি তুলে ধরার জন্য "ক্যামন আছি" কবিতার কবি মোজাহিদ-কে জানাই অভিনন্দন l