শুভ জন্মদিন কবি !
সব কেন'র উত্তর হয় না l মনে প্রশ্ন জাগে l অভ্যাসবশে উত্তর খোঁজার প্রয়াসও চলে l কিন্তু সবশেষে থাকে মেনে নেয়ার পালা l মনের মধ্যে তৈরি হয় এক বোঝাপড়া l সেই অনুযায়ী সব খাপ খেয়ে যায় l ভালবাসা এমন এক সম্পর্ক যা শুধু ভালবাসাপূর্ণ নয় l ভালবাসার ফাঁকে ফাঁকে অন্য অনুভূতিগুলি জন্ম নেয়, কিছু অনুভূতি থাকে, যার সঙ্গে ভালবাসার বৈরী সম্পর্ক l একটা টানাপোড়েন চলে l দ্বন্দ্ব সংগ্রামের শেষে, শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয় l অন্য অনুভূতিগুলি হার মেনে ভালবাসাকে পথ ছেড়ে দেয় তার অভীষ্ট লক্ষ্যে l কিংবা বলা যেতে পারে ভালবাসাই তার যাদুশক্তিতে অন্য সব বিরুদ্ধ অনুভূতির পথ রোধ করে দাঁড়ায় l নিজের ভালবাসাকে রক্ষা করবার জন্য তার সক্রিয়তায় অন্য সব নেতিবাচক অনুভূতি পরাভূত হয় l ভালবাসা শেষ পর্যন্ত জয়যুক্ত হয় l কি করে  এটা সম্ভব হয়, তার পুরো কর্যকারণশক্তি সবসময় বোধগম্য থাকে না l শুধু অনুভবে তার অনুরণন চলে l আর থাকে সব মেনে নেয়ার, একটা বোঝাপড়া তৈরি করার ঐতিহ্য l
কবি যবনিকাপাত 'কেন ?' শীর্ষক কবিতায় এভাবেই তার ভালবাসার প্রকৃতি সন্ধান করেছেন l কেন তিনি তার প্রেমিককে ভালবাসেন তার যুক্তিগ্রাহ্য সুস্পষ্ট উত্তর তিনি জানেন না l এই প্রশ্নের উত্তর তাঁর কাছে নেই l কিন্তু ভালবাসা জন্ম নিয়েছে l তিনি জানেন তাঁর প্রেমিকটি তাঁর জন্য শ্রেষ্ঠ পুরুষ নন l চাইলে তার থেকেও অনেক ভালো পুরুষকে তিনি প্রেমিক হিসাবে পেতে পারতেন l তাঁর প্রেমিক কোনো মহাপুরুষও নন, অর্থাৎ বিশাল কোনো বিশেষ গুণের অধিকারীও নন l তবু তাঁর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছে l কখন হলো, কেমন করে হলো, কেন হলো, এর উত্তর তিনি দিতে পারবেন না l
আবার এই ভালবাসার সম্পর্কে মাঝে মাঝে চিড়ও ধরে l রাগ এসে বাসা বাঁধে l কিন্তু তা ক্ষণস্থায়ী l রাগ, ক্রোধকে অতিক্রম করে দিনের শেষে ভালবাসা জয়ী হয় l ক্রোধ অভিমান ত্যাগ করে তাঁর প্রেমিক পুরুষের হাতটাই ধরেন তিনি l ভালবাসার সাথে সবসময় রোম্যান্টিক মুডে তিনি থাকতে পারেন না l বিষয়টি অভিনয়ের মতো মনে হয় তাঁর l ভালবাসার সুখানুভূতির ফাঁকে ফাঁকে রাগ ক্ষোভ, ঘৃণার অনুভব আসে l দুঃখ, কষ্ট থাকে l এই  সমস্ত কিছুর সঙ্গে তিনি বাস করেন l তাদের অনুভব করেন l কিন্তু ভালবাসার পথে এগুলি যেন অন্তরায় বা বাধা হয়ে না ওঠে সেই বিষয়টিও তিনি দেখেন l তাঁর ভালবাসার চারপাশে তিনি এক চক্রব্যূহ রচনা করেন l নিজে ঢাল হয়ে সব নেতিবাচক অনুভূতির আক্রমণ থেকে তাঁর ভালবাসাকে রক্ষা করেন তিনি l
কবিকে জানাই শুভকামনা !!