একজন পুরুষ ও একজন নারী পরস্পরের  প্রতি আকর্ষিত হয় l শরীরের মধ্যেই আছে তার রসায়ন l উভয়পক্ষে সদর্থক সাড়া এলে  তারা একটি সম্পর্কে জড়িয়ে পড়ে l এই সম্পর্কের অনেক মাত্রা থাকে l কখনও সেটা শরীরের মধ্যেই আবদ্ধ থাকে l কখনও শরীর ছাড়িয়ে প্রেম, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা সেই সম্পর্ককে এক অসাধারণ মাত্রা দেয় l যুগান্তর ব্যাপী নর নারীর এই খেলাকে ঘিরেই মানুষের কতো কল্পনা l কতো শিল্প, সাহিত্য, স্থাপত্য, সঙ্গীত - তার বিষয় এই প্রেম l এই সম্পর্ক কখনো হয়েছে সমাজের অনুশাসন মেনে l সমাজ সেটা মেনে নিয়েছে l আশীর্বাদ করেছে l কখনো অন্ধ ভালবাসা সেই অনুশাসন মানে নি l নর ও নারী অনেকটা আগুন ও মোমবাতির মতো l বস্তুধর্ম যেখানে প্রবল হয়েছে, সেখানে বয়সের ভেদ, জাতির ভেদ, বর্ণের ভেদ, আর্থিক সামর্থ্য, সামাজিক মর্যাদা ইত্যাদির ভেদ থাকা সত্বেও নর ও নারী সম্পর্কে এসেছে l পারস্পরিক এই আকর্ষণ যখন আগুন জ্বেলেছে দেহে ও মনে, তখন সামাজিক, পরিবারিক অনুশাসন ভেঙ্গে তারা জড়িয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে l এর প্রতিটি ক্ষেত্রে সমাজ প্রত্যাঘাত করেছে l প্রেমিক যুগলকে সইতে হয়েছে অনেক অত্যাচার l ডিঙ্গাতে হয়েছে অনেক বাধা l কেউ পেরেছেন l পেরে ইতিহাসে "অমর প্রেমের" মাপক স্থাপনা করেছেন l কেও আবার পারে নি l পিছিয়ে এসেছে l কেও সম্মান মৃত্যুর শিকার হয়েছে l
প্রেম এক খেলা বটে l আগুন জ্বলে উভয় পক্ষে l এ খেলায় আনন্দ আছে l আবার যন্ত্রনাও আছে l জয় আছে l আবার হারও আছে l কখনো এই খেলা পরিকল্পিত ভাবে হয় l কখনো নিজের অজান্তেই শুরু হয়ে যায় l মন শাসনে থাকে না l খেলব না, খেলব না, ভাবতে ভাবতে খেলে ফেলি l তারপর তার তাপ উত্তাপ সব বইতে হয় l এই খেলা খেললে কখনো হয় আপশোস l না খেললে চিরকালের আপশোস l
জৈবিক কারণেই নর ও নারী পরস্পরের প্রতি আকর্ষিত হয় l আদম ও ঈভের যুগ থেকেই এই খেলা চলছে l সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই খেলার কতো নিয়মকানুন হলো l পারস্পরিক পূর্ব নির্দিষ্ট সম্পর্কের কারণে নর নারীর মধ্যে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু বাধানিষেধ এলো l অতি নিকটাত্মীয়দের মধ্যে এই সম্পর্ক নিষিদ্ধ হলো l এভাবেই চলছে l আবার খেলার এই নিয়ম অনেকে ভাঙছে l তার ফলও ভোগ করছে l
মোদ্দা কথা, প্রেম ভালোবাসার এই খেলা সর্বদা সরল পথে চলে না l জয় ও হারের ধারণাটা সেখান থেকে আসে l
"কি মজার খেলা" কবিতা জুড়ে কবি সুবীর সেনগুপ্ত প্রেম ভালবাসা, তার বিচিত্র চরিত্র - এই নিয়ে ভালোই খেলেছেন l
কবিকে শুভেচ্ছা l