কবি জাহিদ হোসেন রনজু "মেঘ বালিকা" শিরোনামে সুন্দর এক প্রেমের কবিতা উপহার দিয়েছেন l
মেঘ বালিকা এক কল্পনা l এক মিষ্টি মেয়ের ছবি ভেসে ওঠে মনের কোণে l দেখলেই ভালবাসতে ইচ্ছে হয় l এমন এক মেঘ বালিকাসম নারীর প্রথম দর্শনেই কবির মনে প্রেমের জাগরণ হয়েছে l এক নিমেষেই তার চোখের ভাষা তিনি বুঝতে পেরেছেন l মেঘ বালিকার দিক থেকে সম্মতিসূচক আভাস পেয়েছেন বলে মনে হয়েছে তাঁর l গভীর প্রেমের আবর্তে হারিয়ে গেছেন কবি l চেনা জগতের গন্ডি ছাড়িয়ে প্রেমের জোয়ারে তিনি যেন কতো কতো দূরত্ব, কতো বাধা অতিক্রম করে চলেছেন l যেন
"এক নিমিষেই পেরিয়ে গেলাম সপ্তসাগর,
পাহাড়-জঙ্গল-মাঠ-নদী-বন-চীনের প্রাচীর।"
প্রেমের পথে এই যাত্রা, এই অভিজ্ঞতা তাঁকে জীবন সম্পর্কে, ভালবাসা সম্পর্কে অনেক নতুন আস্বাদ দিয়েছে l মেঘ বালিকার ভালবাসায় তিনি আবিষ্কার করেছেন অনেক অনেক আলোর প্রকাশ, বিশালতার এক জগৎ l মেঘবালিকার হৃদয় লাল টকটকে গোলাপসম ভালবাসা দিয়ে গড়া l সে ভালবাসার কোনো অন্ত নেই l সে ভালবাসা কখনো বিবর্ণ হয় না l ভালবাসায় তার হৃদয় সদা পূর্ণ থাকে l কবি আবিষ্কার করেন যে শুধু তাঁর জন্যই মেঘ বালিকা হৃদয়ে এত এত ভালবাসা সঞ্চিত করে রেখেছে l শুধু তাঁর জন্যই মেঘবালিকার চোখ ভালবাসার বার্তা প্রেরণ করেছে l নারীর সৌন্দর্য, তার ভালবাসার ডালি তার প্রিয়তমের জন্য সঞ্চিত থাকে l মনের মানুষকে প্রেম উপহার দিয়েই নারী সৌন্দর্য পূর্ণতা পায় l প্রেম সার্থক হয় l চোখের ভাষাতেই নারী তার এই প্রেমের বার্তা প্রেরণ করে তার প্রিয়জনের কাছে l
একদিন মেঘবালিকার চোখের ভাষা পাঠ করেই কবি তার প্রতি মেঘবালিকার ভালবাসার অনুভব ও তার নিমন্ত্রণ পেয়েছেন l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!