মানবজীবন সমস্যাময় l সমস্যার সমাধানে আপোষময় l জীবনের বাস্তবতায় ক্ষেত্রবিশেষে পক্ষপাতপূর্ণ l অন্ধ এই মনের ক্রন্দনে জীবন বিদ্বেষে ভরা ও যন্ত্রণাময় l
কবি জয়শ্রী রায় মৈত্র "ওরা থাকে ওপারে" কবিতায় এই জীবন থেকে মুক্তি পেয়ে মহাপ্লাবনের ওপারে এক আনন্দ উচ্ছাসময় জীবনের সন্ধান করেছেন l
নিত্যদিনের নিছক বেঁচে থাকার মধ্যে, কেবল জীবনধারণের মধ্যে মানবজীবন সন্তুষ্ট নয় l তার দৃষ্টি থাকে সুদূর আকাশপানে l স্বপ্ন ঘুরে ফেরে আকাশের ছায়াপথ ধরে দিগন্তের ওপারে l আনন্দে, আবেগে জীবনের চাওয়া পাওয়াগুলি ঝোড়ো হাওয়ায় ভেসে এগিয়ে চলে দিগন্তের ঐ পারে l এই জীবনের জ্বালা যন্ত্রণা জুড়ায় নবজন্মের আশায় l চঞ্চল মন নিঃশ্বাস প্রশ্বাসে আনন্দময় নতুন প্রাণের জন্য ব্যাকুলতা প্রকাশ করে l বর্তমান জীবনের অন্ধ গলি পেরিয়ে সময়ের কাঁটা এগিয়ে চলে মহাপ্লাবনে ফেরার আনন্দময় অনুভূতি নিয়ে l বিদ্বেষ, যন্ত্রণা, মলিনতার প্রকোপে আক্রান্ত এই জীবন থেকে মুক্তি পাওয়ার আনন্দে মন উচ্ছাসে নেচে ওঠে l
একদিকে জীবনের বাস্তবতা, তার কৃচ্ছ্রসাধন l অপরদিকে এই সমস্ত বন্ধন থেকে মুক্তি পাবার কামনা l সমস্ত আপোষের শেষে মহাপ্লাবনের ওপারে আনন্দ উচ্ছাসময় এক জীবনের সন্ধান l বিদ্বেষ ও যন্ত্রণার অবসান l


সুন্দর কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক শুভকামনা l