বিখ্যাত এক চলচ্চিত্রে উত্তম সুচিত্রার অভিনয়ে  বিখ্যাত সেই গানের লাইন
"এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো !"


কিন্তু সব প্রেমিকের ভাগ্যে এমন অনন্ত প্রেমের পথে যাত্রার সুযোগ মেলে না l সেই ছায়াছবিতেও শেষ পর্যন্ত নানা জটিলতা, সঙ্কট ইত্যাদি কারণে প্রেমের সুর হারিয়ে গেছিল l


কবি রিয়াজ ইনসান এর  'পথ' শীর্ষক রচনা এমনই এক প্রেমিকের বয়ান পথের মাঝেই যাকে সাথীহারা হতে হয়েছে l প্রেম এক অটুট বন্ধন l অনন্ত পথ একসাথে চলা l এই বিশ্বাস, প্রতিশ্রুতি ও সংকল্পের সাথেই দুটি মানুষ পরস্পরের পাশে আসেন, সাথে থাকেন এবং হাত ধরাধরি করে পথ চলা শুরু হয় l এক্ষেত্রেও এমনভাবে শুরু হয়ে থাকবে l কিন্তু প্রতিশ্রুতিমতো একসাথে পথ চলা হয় নি বেশিদিন l কখনো যা হবার কথা ছিল না তাই হয়েছে l দুর্গম পথ পাড়ি দিয়ে দুজন পরস্পরকে পুরোপুরি পাবে, এমনই কথা ছিলো l এমনই প্রত্যাশা ছিলো l এই  বিশ্বাসেই পথ চলা শুরু হয়েছিল l কিন্তু তার প্রেমিকা ভিন্ন পথ ধরল l
এমন কথা মোটেই ছিলো না l
মনের মধ্যে কতো স্বপ্ন ছিলো l প্রেমিক তার মনের রঙে ভবিষ্যৎ চলার পথকে আল্পনায় আল্পনায় সজ্জিত করে তুলেছিল  l সেই রঙিন পথ ধরেই দুজনের চলার কথা ছিলো l কিন্তু প্রেমিকা কথা না রাখায় তা হয়ে উঠলো না l একসাথে পথ চলার যে আনন্দ তা পাওয়া হলো না l প্রেমিকা ধরল ভিন্ন পথ l সব স্বপ্ন ইচ্ছা অপূর্ন থেকে গেলো l বিষয়টাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে প্রেমিকের l এমন তো হবার কথা ছিলনা। প্রেমিকার প্রেমে সে অন্ধ ছিলো l তার দিক থেকে ভালোবাসায় কোনো ঘাটতি ছিলো না l প্রেমিকা তার কাছে ছিলো আলোর দিশার মতো l কিন্তু তার প্রেমিকা ভালোবাসার এই গভীরতা বুঝতে পারে নি l যে কারণে সে ভিন্ন পথ ধরেছে l নিজের ভালোবাসার পরাজয়ে কবি বিষন্ন l এখন আফসোস করা ছাড়া প্রেমিকের কাছে অন্য কোনো পথ নেই l


কবিকে জানাই শুভকামনা l