ইতিহাস কাউকে ক্ষমা করে না l আবার ইতিহাস বার বার পুনঃ আবৃত্ত হয় l কবিতার কাজ হলো সময়ের কাব্য লিখে যাওয়া l কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) তাঁর "পিছন ফিরে চাও" কবিতাটিতে সেই কাজটিই করে গেছেন সুচারুভাবে l
সময় আমাদের কতো অভিজ্ঞতা দেয় l বলা হয় মানুষ নাকি অভিজ্ঞতা থেকেই শেখে l আবার এটাও দেখা যায় যে কিছু মানুষ আছেন যাঁরা অভিজ্ঞতা থেকেও শেখেন না l ক্ষমতার দম্ভে তাঁরা এতটাই মত্ত থাকেন যে ইতিহাস থেকে, অতীতের অভিজ্ঞতা থেকে তাঁরা কোনো শিক্ষাই গ্রহণ করেন না l এরকম বার বার হয়েছে l একের পর এক পৃথিবীর দোর্দণ্ডপ্রতাপ সব শাসকগন একই ভুল বারবার করে গেছেন l সকলেই এটা ভেবেছেন, অন্যের ক্ষেত্রে যা হয়েছে, তাঁর ক্ষেত্রে সেটা হবে না l কিন্তু ইতিহাস এটা দেখিয়েছে এবং বারবার দেখিয়েছে যে এক কার্যকারণসূত্রে একরকম ফলই হয় l কেউ এই নিয়মের ব্যতিক্রম হতে পারেন না l ইতিহাস এবং সময় নিরপেক্ষ বিচারক l দীর্ঘকালীন নিরিখে এক "great leveller" l সকলের জন্য এক মানদণ্ড তার l কোনো বাছবিচার নেই l
কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) মায়ানমার-এ সংঘটিত সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডে ব্যথিত হয়ে সেখানকার বর্তমান শাসক অং সান সুচি কে সতর্ক করেছেন  l অতীতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন l অতীতে স্বৈরাচারী শাসকদের যে পরিণতি হয়েছে, তাঁর ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না এই অমোঘ সত্য কথা উচ্চারণ করেছেন কবি l
ক্ষমতার দম্ভে মায়ানমারের বর্তমান শাসকগোষ্ঠী যদি ভেবেছেন তাঁদের এই ক্ষমতা অনন্তকাল ধরে থাকবে, তাহলে তাঁরা ভুল করছেন l ইতিহাসের চাকা ঘোরে এবং মায়ানমারের বর্তমান নিষ্ঠুর শাসকদের বিনাশকালও আসন্ন l
কোনো শাসক যদি অত্যাচারী হন, তিনি যতো শক্তিশালী হোন না কেন, পৃথিবীর কোনো শক্তিই ইতিহাস ও সময়ের সুনামী থেকে তাঁকে রক্ষা করতে পারবে না l
কোনো শাসক যতই অত্যাচারী হোন, প্রকৃতির নিয়মকে শাসন করতে অক্ষম l সূর্য ওঠে, সকাল হয় l দিনাবসান হয় l একই নিয়মে অত্যাচারী শাসনেরও অবসান হবে এবং সুশাসনের সূর্যোদয় হবে l শুধু শান্তিতে নোবেল প্রাপ্তির গরিমা দিয়ে মায়ানমারের বর্তমান সরকারপ্রধান সু চি তাঁর কলঙ্ক ঢেকে দিতে পারবেন না l কালের প্রতিশোধে তাঁর নোবেল প্রাপ্তির আনন্দ বিলীন হবে l
নমরুদ, ফেরাউন, লেনিন, মাওসেতুঙ, হিটলার, মুসোলিনী, ইয়াজিদ, ভুট্টো, সাদ্দাম, - যত সব লৌহ মানব সব কালের সমুদ্রে বিলীন হয়েছেন l  ইতিহাস তাঁদের উথ্থানের সাথে সাথে পতনের কাহিনীও লিখে গেছে l নিজেদের শাসনকালে তাঁরা যেমন অন্যদের মৃত্যু যন্ত্রণা দিয়েছেন, নিজেরাও শেষকালে সেই মরণ জ্বালা ভোগ করে গেছেন l সু চি-র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না l  সামনে এবার তাঁর পতনের পালা l
রোহিঙ্গাদের যেমন তিনি কাঁদিয়েছেন, তাঁর নিজের শাসনকালও তেমন কলঙ্কিত হয়েছে l ইতিহাস অবশ্যই তাঁকে উচিত শিক্ষা প্রদান করবে l
সুন্দর শব্দচয়নে, ছন্দে তালে, কখনও আবেগে, কখনও শ্লেষাত্মক ভঙ্গিতে - কবি ইতিহাসের এক অমানবিক সময়ের কাব্য লিখে গেছেন চিরন্তনতার নিরিখে l ইতিহাস সচেতন কবির কবিতায় উঠে এসেছে একের পর এক সব শক্তিশালী শাসকের নাম এবং তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে সময়ের চাবুক-প্রহারের প্রসঙ্গ l
কবিকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা l