যে একা, সেই বোকা - এই তাগিদ থেকে মানুষ একদিন সমাজ গড়ে তুলেছিল l সহযোগিতার মধ্যে দিয়ে সমাজ এগিয়েছে l উন্নয়নের পথ ধরে সভ্যতা গড়ে উঠেছে l কিন্তু সভ্যতা সবক্ষেত্রে মানবিক থাকে নি l চোরা গলি বেয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়েছে l এসেছে উচ্চ নীচ ভেদাভেদ l ধনী দরিদ্রের ব্যবধান l ধর্মীয় ও জাতি কলহ l যে ভালোবাসা সৃষ্টির মন্ত্র, পরস্পরের প্রতি সেই ভালোবাসার বোধের অভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে এসেছে শীতলতা, উদাসীনতা l একসময় প্রয়োজনের তাগিদে মানুষ পরস্পরের কাছে এসেছিল l আজ স্বার্থের কারণে মানুষ অপরের থেকে নিজেকে দূরে নিয়ে যাচ্ছে l এক পলায়নী প্রবৃত্তি পেয়ে বসেছে মানবসমাজকে l মানুষের এই স্বার্থপর, পলায়নী চরিত্র নিয়ে "পলাতক প্রভু" শিরোনামে কবিতা রচনা করেছেন কবি কামাল জামশেদ l
আজকের দিনে মানুষ বড়ো বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে l শুধু নিজের সুখ, নিজের আরাম নিয়ে সে ভাবিত l তার প্রতিবেশি, পরিজনদের কথা সে ভাবে না l অপরের কষ্ট, আঘাত তাকে পীড়িত করে না l শুধু নিজের সুখ, স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তা করে l সর্বদা তার আয়োজনেই ব্যস্ত থাকে l
সমাজে শ্রমজীবি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে বহু কষ্টে দুবেলা দু মুঠো অন্ন সংগ্রহ করে l কখনো তাও পেরে ওঠে না l সমাজের ধনী শ্রেণী, যাঁরা নিজেদের ভদ্র বলে মনে করেন, তাঁরা এই হতদরিদ্র মানুষদের জন্য অনেক কিছু করার সামর্থ্য রাখেন l কিন্তু মনের থেকে তাঁরা এই তাগিদ অনুভব করেন না l উদাসীনতার এক কালো চশমা পড়ে থাকেন l সমাজের দুর্বল শ্রেণী থেকে নিজেদের পৃথক করে রাখেন l এই আত্মতুষ্টিতে থাকেন যে তাঁদের এই অমানবিক আচরণ কেউ লক্ষ্য করছে না l সমাজ যেন অন্ধ সমাজের ঘাড়ে দোষ অর্পণ করে মানুষ ব্যক্তিগতভাবে নিজেকে নিষ্কলুষ মনে করে l কিন্তু তা হবার নয় l এ পাপ সকলের, গোটা সমাজের l


সুন্দর মানবিক রচনার জন্য কবিকে জানাই অভিনন্দন !!