শুভ জন্মদিন কবি !
জীবন বিচিত্র অভিজ্ঞতায় পূর্ণ l আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি ঘুরে ফিরে আসে আর যায়, যার মধ্যে বেদনাময় অনুভূতির আধিক্য l যন্ত্রণাময় অনুভূতিগুলো শিহরণ তুলে যায় দেহে আর মনে l
'প্রতারক' কবিতায় কবি বুদ্ধদেব মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতা, জীবনে বন্ধুত্বের গুরুত্ব এবং সংকটময় সময়ে বন্ধু পাশে না থাকলে মনের মধ্যে যে এক যন্ত্রণার অনুভব হয়, মনে হয় যেন প্রতারিত হয়েছেন - এই বিষয়গুলি তুলে ধরেছেন l
মানুষ একা নয়, সঙ্গে বাঁচেন l যাঁদের সঙ্গে বাঁচা, তাঁদের ঘিরে নানা অনুভব অনুভূতি জন্ম নেয় l আনন্দ বা দুঃখের অনুভূতি আসে সহযাত্রী মানুষদের থেকে l আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মীবৃন্দ l যাঁর সঙ্গে ঘনিষ্ঠতা যত বেশি, তাঁকে ঘিরেই আনন্দ ও বেদনার বোধগুলো বেশি আসে l মন যত আলোড়িত হয়, তার বিবরণ লিপিবদ্ধ করে রেখে যাবার একটা সৃজনশীল বাসনা জাগে l সেই লেখনীর মাধ্যমে বুকের ব্যথা ধরে রাখার এক প্রচেষ্টা থাকে l যত লেখনী, সব মানুষের মনের ব্যথা, অনুভূতির কথাই বেশি করে বলে l জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, বিভিন্ন আঙ্গিকে সেগুলিকে ফিরে ফিরে দেখা, সেগুলিকে পুনঃনির্মাণ করে পরিচিতজনের চরিত্র বিশ্লেষণের মধ্যে দিয়ে ঘটে যাওয়া অনুভূতিগুলির কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা - এই প্রয়াস থাকে l কিন্তু সকলেই কি সেটা করে উঠতে পারেন ? দ্বিধা, সংশয় থাকে l সক্ষমতার প্রশ্ন থাকে l সক্রিয়তার বিষয় থাকে l উদ্যোগ নেয়ার ব্যাপার থাকে l একাগ্রতা, মনোনিবেশের প্রয়োজন হয় l উদ্বুদ্ধ হবার বিষয় থাকে l অনেকেই ভাবেন, কি প্রয়োজন অতীতকে নিয়ে খোঁড়াখুঁড়ি করার ?  কি দরকার ঘটে যাওয়া ঘটনাগুলির চুলচেরা বিশ্লেষণে গিয়ে ? ফলে অনেকে বুকের ব্যথা নিজের মধ্যেই চেপে রাখেন l একাই নীরবে নিভৃতে সেই দুঃখ বেদনার ঘাত প্রতিঘাত সহ্য করেন l এভাবেই তাঁদের জীবন কেটে যায় l জীবন সায়ান্হে এসে যখন জীবনপ্রদীপ নিভু নিভু, জোনাকির আলোর মতো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আশা, কিছু ভাবনা জেগে ওঠে তাঁদের মনের ভিতর l সারাটা জীবনে ঘটে যাওয়া অতীত স্মৃতিপটে ভেসে ওঠে l বন্ধু স্বজন যাঁদের সঙ্গে জীবন অতিবাহিত হয়েছে, তাঁদের থেকে প্রাপ্ত প্রতিটি আঘাত এর ঘটনা মনে পড়ে l সেই বন্ধুরা এখন পাশে নেই l অনেক অনেক দূরে চলে গেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে l যাঁরা ব্যথা দিয়েছেন, জীবনের সায়াণ্হকালে তাঁরা এসে, পাশে থেকে সেই যন্ত্রণা লাঘব করে দিবেন, সব যন্ত্রণা ধুয়ে দিবেন, এমন একটা ক্ষীণ আশা জাগে মনের মধ্যে l কিন্তু বন্ধু স্বজনরা দূরেই থেকে যান l নিকটে আসেন না l এই কারণে তাঁদের প্রতারক বলে মনে হয় l যাঁরা একদিন বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন, আজ জীবনের অন্তিমকালে সেই বন্ধুত্বের হাত সরিয়ে নেয়াটা যেন প্রতারণার সমান l
কবিকে জানাই শুভকামনা !!