সুন্দর কথকতার ঢঙে গল্প ফেঁদে "রাত কাটা ছড়া"
ছড়া-কবিতাটি পরিবেশন করেছেন কবি তন্ময় দে বিশ্বাস l সহজ সরলভাবে কতকগুলি চরিত্র সৃষ্টি করে, প্রেক্ষাপট রচনা করে রূপকধর্মী গল্পের আবহে কিছু সংলাপ রচনা করে মানবতার পাঠ দিয়েছেন কবিতাটিতে l
এক পথিক সকালের খোঁজে বেড়িয়েছেন l সূর্যোদয়ের খোঁজে বেড়িয়েছেন l সকাল, সূর্যোদয় সবই এখানে প্রতীক অর্থে ব্যবহৃত l রাত্রিও প্রতীকধর্মী l মানবসভ্যতা বর্তমানে যে সংকটের মধ্যে দিয়ে চলেছে, হিংসা, লোভ, অমানবিকতা যেভাবে প্রকট হয়ে উঠেছে সর্বক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে রাত্রি l এই রাত্রির অবসান কাম্য l নতুন সূর্যোদয় সব অন্ধকার, গ্লানি দূর করে দিবে l নতুনভাবে মানবতা জেগে উঠবে l সেই আশায় জেগে থাকে মানুষ l সব অন্যায়, অত্যাচার, শোষণ নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়ে মানবতা স্বাধীন হবে l সেই সন্ধানে থাকেন কবি l সকালের, সূর্যোদয়ের খোঁজ করেন l কিন্তু যে পঙ্কিলতায় বর্তমান সভ্যতা নিমগ্ন, তার থেকে বেরিয়ে আসা খুব সহজ বিষয় নয় l পথের মধ্যে যাকেই কবি জিজ্ঞেস করেন, কেউ তাঁকে নতুন সকাল বা সূর্যোদয়ের সন্ধান বা হদিস দিতে পারেন না l যখন তাঁর মনে হয় আঁধার কেটে আকাশ আলোকিত হচ্ছে, ভোর হচ্ছে বুঝি, একজন মানুষ আসছেন দেখে তাঁকেই প্রশ্ন করেন l কিছুক্ষণ পরে এক বৃদ্ধা মহিলাকে আসতে দেখেন l তাঁকে প্রশ্ন করেন l দুজনের কাছ থেকে প্রায় একই ধরনের উত্তর মেলে l সূর্য ওঠার খোঁজ কেউ দিতে পারেন না l বৃদ্ধ ভদ্রলোক কাজের চাপে দিশেহারা l অন্য কোনোদিকে দৃষ্টি দেবার অবসর নেই তাঁর l
বৃদ্ধা মহিলা স্পষ্ট করেন যে পাপের করালতলে মানবতা হারিয়ে গেছে l মানুষ বিবেক, শুভবুদ্ধি সব বিসর্জন দিয়েছে l অন্ধকারময় হয়ে গেছে তার মন l রাত্রিটাই এখন বাস্তব l আলো, সূর্যোদয় সব ছায়া ও মায়া l মানুষের পাপে পৃথিবী ভারাক্রান্ত l এখন সূর্যোদয়ের আশা করাই বৃথা l পাপের করালতলে
মানুষ হারিয়ে গেছে l এখন দু পায়ে যারা হেঁটে বেড়ান, তাঁরা মানুষ নন l সব ঘাটের মরা, মানুষের ছায়ামাত্র l তাঁদের না আছে আত্মসম্মানবোধ, না আছে চেতনাশক্তি l বিবেক বিসর্জন দিয়েছেন l পৃথিবীমাতা বড়ো কষ্টে আছেন l যতদিন না পর্যন্ত মানুষ নিজেকে সংশোধন করছেন, নিজের আচরণে কাম্য পরিবর্তন নিয়ে আসছেন, মানবিক গুণগুলোর অনুশীলন করছেন, ততদিন সূর্যোদয় হবে না l যেদিন মানুষ এগুলি করে উঠতে সফল হবেন, মানবতা যেদিন জেগে উঠবে, সেদিন জগত শান্ত হবে, এবং সেদিন সত্যিই সকাল হবে l সূর্য ওঠা সকাল কাকে বলে, সেদিন দেখা যাবে l
সুন্দর কবিতার জন্য কবিকে জানাই শুভেচ্ছা l