মানবজীবন কতো চাওয়া পাওয়া, না পাওয়া এবং আনুষঙ্গিক ভাবনাময় l প্রাণকে বহন করে বেড়ায় শরীর l শরীরকে ঘিরে আত্মপরিচয় l শরীরের মধ্যে থাকে মন l আর থাকে হৃদয় l একই দেহে পাশাপাশি তাদের অবস্থান l সর্বোপরি আত্মা l সবকিছুকে ঘিরে মানুষের নানা ধরনের চাওয়া থাকে l
"মুক্তির দোটানা" কবিতায় কবি চারু মান্নান মানবমনের এই জটিল গতিপথের সন্ধান করেছেন l
শরীরকে প্রথম পোড়ায় ক্ষুধার যন্ত্রণা l তার তাড়নায় মানুষ মানুষকে শোষণ করে l প্রাণ হতে প্রাণে, একহাত থেকে অন্য হাতে মানুষের হস্তান্তর হয় l জীবন জীবিকার তাগিদে সবকিছুর মধ্যেই মানবজীবন যাপন চলে l চরম অবমাননার মধ্যেও স্বপ্ন বেঁচে থাকে l বেঁচে থাকে সব না পাওয়াকে পাবার প্রত্যাশা l
শরীরের চাহিদার অতিরিক্ত থাকে মনের চাহিদা l হৃদয়ের চাহিদা l আত্মাকে নিয়ে চলা l স্বপ্নকে নিয়ে চলা l নানা সংশয় l থাকে সব চাওয়াপাওয়া ছাড়িয়ে মুক্তির আকাঙ্ক্ষা l
শরীরের সঙ্গে মনের দ্রোহ চলে l মনের চাহিদা পূরণ না হলে মন ক্ষতবিক্ষত হয় l মনের দ্রোহের আঁচ লাগে হৃদয়ে, একই দেহে যেহেতু প্রতিবেশী তারা l মনের সঙ্গে হৃদয় পুড়ে চলে একই দেহরূপ চিতায় l এই যুগ্ম বিদ্রোহে শরীর বিব্রত হয় l তার ছাপ পড়ে শরীরের বহিরঙ্গে l ঝটকে যায় শরীর l যেন শীতকালে পাতা ঝড়ে পড়া এক নগ্ন গাছ l কিন্তু পরাজয় মেনে নেয়া নয় l দ্বন্দ্ব থাকে l দোটানা থাকে l জীবনে সমস্যা থাকে l বিপর্যয়ের আশঙ্কা থাকে l আবার নতুন উন্নত জীবনের স্বপ্ন থাকে l সবকিছু নিয়ে সহবাস চলে l সুস্থ মানবজীবনে ফেরার প্রয়াস থাকে অবিরাম l
নশ্বর শরীরে যতদিন বেঁচে থাকা, প্রাণের স্পন্দন বয়ে চলা l আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করার অনন্ত সাধনা চলে জীবনভর l এই স্বপ্ন নিয়েই বাঁচা l তার জন্য চলে পথের সন্ধান l পথ নির্ণয়ে দোটানায় পড়া l পৃথিবীর রঙ্গশালায় জ্যামিতিক পথ নেশার মতো পেয়ে বসে মানুষকে l কোন্ পথ যে সঠিক, কোন্ পথ গ্রহণ করা যে বুদ্ধিমত্তার পরিচয়, তার দিশা খুঁজে পাওয়া কঠিন হয় l লোভ, লালসা, কামনা, বাসনা মনকে বিষাক্ত করে তোলে l তার তাড়নায় স্বপ্ন প্রভাবিত হয় এবং তার অর্জনের চেষ্টায় নেশার ঘোরে দিক থেকে দিগন্তে ছুটে যায় মানুষ l পেটের, মনের, হৃদয়ের, আত্মার চাহিদার সমন্বয় সাধনে মানুষের যে প্রয়াস সেই পথের কোনো আদি অন্ত থাকে না l এই সব কিছুর মধ্যে থাকে মুক্তির স্বপ্ন - তাকে ঘিরে সংশয়, দোটানার ভাব l  
সুন্দর কবিতার জন্য কবিকে জানাই শুভকামনা l