মানুষ এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছে l চারিদিকে অন্যায় অবিচার শোষণ অত্যাচারের ঘটনা ঘটে চলেছে অবিরাম l মানুষ সেই সবকিছু মুখ বুজে নীরবে সহ্য করে চলেছে l প্রতিবাদের সাহস নাই l এককভাবে প্রতিবাদ করতে গেলে নিগৃহীত হতে হচ্ছে l অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায় তখন l ফলে মানুষ দিনে দিনে আরো ভীতু, ঘরকুনো হয়ে যাচ্ছে l কবি সন্তোষ বন্দ্যোপাধ্যায় "সময়ের অবক্ষয়ে" রচনায় বর্তমান সময়ের এমনই এক অবক্ষয়ের ছবি মেলে ধরেছেন l


সময়ের অবক্ষয়ে একটু একটু করে রোজ মানুষের সম্মান, মর্যাদার ক্ষয় হয়ে চলেছে l মূল্যবোধের অবক্ষয়ে সমাজের চলিত রীতি নীতি সংস্কার সব দ্রুত পরিবর্তিত হয়ে চলেছে l এই অবক্ষয়ে মানুষ  শঙ্কিত, আতঙ্কিত l  আকাশে বাতাসে এই অবক্ষয়ের অশুভ সংকেত দেখা যায় প্রতিনিয়ত l
এই অবক্ষয়ের সঙ্গে সঙ্গে মানুষের নৈতিক চরিত্রের পতন হয়ে চলেছে দ্রুত l এই পতনের ফলে মানুষ নিজের কাছেই যেন হেরে যাচ্ছে l যে নিজের কাছে হেরে যায় জীবনের বড়ো সংগ্রামে তার পরাজয় অনিবার্য l


কিন্তু এই পরাজয়কে ঠেকানোর স্বপ্ন দেখেন কবি l
দেয়ালে পিঠ ঠেকে যাবার আগে ঘুরে দাঁড়ানোর কথা বলেন l যন্ত্রণা-দগ্ধ মনকে জেগে ওঠার কথা বলেন l চারিদিকের সর্বগ্রাসা অবক্ষয়কে ঠেকানোর জন্য নতুন উদ্যম নিতে বলেন l খাদের কিনারে পৌঁছে গেছে মানুষ l তবু পতনের আগেই ঘুরে দাঁড়ানোর কথা বলেন। এককভাবে এই সামগ্রিক অবক্ষয়ের প্রতিরোধ করা কঠিন l তাই সঙ্ঘবদ্ধতার কথা বলেন l  হাতে হাত ধরার কথা বলেন l সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হবার কথা বলেন l
আর অবক্ষয় নয় l এবার উত্থানের আহবান করেন কবি l বেঁচে থাকার কথা বলে l সেই স্বপ্নে বিভোর হবার কথা বলেন l বাঁচার স্বপ্নে বিভোর হয়ে অবক্ষয় মুক্ত সমাজ গড়ার কথা বলেন l সময় এক চলমান নদী l দূষণমুক্ত সমাজ গঠনের মধ্যে দিয়ে অবক্ষয়মুক্ত নদীর প্রবাহ সঞ্চার করতে চান জাতির জীবনে l


কবিকে জানাই শুভকামনা  !!