সহজ কথা বলা সহজ নয় l সহজ করে কথা বলাও সহজ নয় l কারণ যুগটা এখন জটিল হয়ে গেছে l সহজ সরলের এখন কোনো কদর নেই l মানুষের মন এখন এতো জটিল হয়ে গেছে যে সে সহজ করে কিছু ভাবতেই পারে না l এক অতি সরল সহজ কথার অনেক জটিল কদর্থ করে ফেলে l বরং কোনো কথা যদি হেঁয়ালি করে বলা হয়, যার অর্থ স্পষ্ট নয়, জটিলতায় ঘেরা, হয়তো স্পষ্ট করে কিছু বলা হয় নি, এমন কথাই তাঁদের মনে ধরে l তাঁরা মনে করেন নিশ্চয় গভীরতর কিছু অর্থ আছে যা হিতকারী l অর্থাৎ যেখানে স্পষ্ট অর্থ বুঝে যাচ্ছেন, সেখানেই সমস্যা l সেখানেই বিরূপ মনোভাব পোষণ করছেন l আর যেখানে কঠিন করে বলা হয়েছে, হেঁয়ালি করা হয়েছে, সেখানেই সদর্থক প্রতিক্রিয়া আসছে l


কবি সুদীপ কুমার সিনহা(SUDEEP) "সহজ কথা" রচনায় ঠিক এই ভাবনটিকেই বিষয় করেছেন l সহজ কথা মানুষ সহজ করে গ্রহণ করেন না l কঠিন কঠিন প্রশ্ন করে সেই সহজ কথাটিকে কঠিনতম অর্থের জায়গায় নিয়ে যান l মানুষ এটা বুঝে গেছে l তাই কথা বলার ক্ষেত্রে সবাই খুব সতর্ক থাকেন, খুব সহজ করে কথা বলেন না, মেপে মেপে কথার মধ্যে দুর্বোধ্যতা যোগ করেন l


সহজ করে বলা তো সহজ, কিন্তু সেটা লোকে বুঝতে চায়না l সহজ কথা শুনেই তাঁরা মগজে শান দিয়ে তাকে কঠিন কথায় রূপান্তরিত করে l এটা করেই সে আনন্দ পায় l


পাশাপাশি মানুষ এমনটা দেখেছে যে কঠিন করে কথা বললে সবাই সেই কথাকে বেশ সম্ভ্রম করে l কঠিন করে ভাবে l ভাবতে বেশ মজা পায় l বরং সহজ করে বললেই সেই কথা দাম পায় না l অতি সহজ বলে সেই কথাকে তারা অগ্রাহ্য করে l অবহেলা করে l ছুঁড়ে ফেলে দেয় l কোন্ অতলে কথা হারিয়ে যায় l


এভাবেই বর্তমান সমাজব্যবস্থায় সহজ সরলতা হারিয়ে যাচ্ছে l আপন স্বরূপ সবাই বিসর্জন দিচ্ছেন l মুখোশ, ছলনা ও অসততাই গুরুত্ব পাচ্ছে l কোনটা যে ভালো, কোনটা যে মন্দ, কোনটা যে রমণীয়,  কোনটা যে বিপরীত সেটা বুঝে ওঠা কঠিন হচ্ছে l


সমাজে আজ ভালো মানুষের কদর মর্যাদা নাই l চোর ডাকাতরাই আজ বিখ্যাত l তাঁরাই নেতা l তাঁরাই অভিনেতা l তাঁরাই এখন রাজনৈতিক ক্ষমতার শীর্ষে l এটাই হয়ে গেছে l কিছু বলার নেই l  


স্বদেশ নিয়ে কেউ এখন ভাবে না l নিজেকে নিয়েই ব্যস্ত l কবি বিষয়টা বুঝতে পারছেন l তাই দৃঢ় কণ্ঠে কথাগুলি বলছেন l সত্যিকারের ভালো নেতা প্রয়োজন l সবাই এড়িয়ে গেলে চলে না l তাহলে দেশের ক্ষতি হবে l নিষ্ক্রিয় না থেকে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে l উপযুক্ত লোককে নির্বাচন করে দায়িত্ব দিতে হবে l তবেই দেশ রক্ষা পাবে l


কবি আশাবাদী l তাঁর বিশ্বাস এমন দিন দূরে নেই যেদিন মানুষ আবার জেগে উঠবে l অন্ধকার রাত্রির অবসান হবে l মিথ্যের ফানুসকে বিসর্জন দিয়ে মানুষ হৃদয় থেকে সহজ সরল সত্যকে গ্রহণ করতে শিখবে l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা