ছোট্ট কবিতা l সহজ সরল বিষয় l নিজের উপলব্ধি কবিতায় এনেছেন কবি মোহাম্মদ কামরুল ইসলাম
l নিজের জীবন দিয়ে যা অনুভব করেছেন, কবিতায় সেটাকেই মেলে ধরেছেন l ১ বছর ৩ মাস হলো আসরে যোগদান করেছেন কবি l এর মধ্যে আজকের তারিখে ১৬০ টি বিভিন্ন স্বাদের কবিতা আসরে যোগ করেছেন l তার সঙ্গে যোগ করেছেন ১ টি আলোচনা l আলোচনার বিষয় - "স্বপ্ন পূরণের পথে" l প্রকাশের তারিখ ১০-০৭-২০১৬ l
সেই আলোচনা আর বর্তমান কবিতা - "স্বপ্নের পিছু" যেন একে অপরের পরিপূরক l কবিতাটি আলোচনায় কথিত বক্তব্যকে স্পষ্ট করে l আর আলোচনাটি সরল কবিতাটিকে আরো সরল করে l কবিতাটিকে বুঝতে সাহায্য করে l
কবিতায় কবি বলছেন, মানুষ দুটো ক্ষেত্রে কাজ করে l এক বাস্তব জগতে l তার জীবন জীবিকার প্রয়োজনে, বেঁচে থাকার তাগিদে l জীবনের সব অভাব, প্রয়োজন, দায় পূরণের জন্য তাকে কাজ করে যেতে হয় l সমস্যার সমাধানে উদ্যোগী হতে হয় l বিশ্বভুবনে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে গেলে দৃঢ় পদক্ষেপে সময়ের কাজ সময়ে করে তাকে বর্তমান সময়ে বেঁচে থাকার উপযোগী হিসাবে নিজেকে প্রমাণ করতে হয় l
এ তো গেল মানুষের দৈনন্দিন বাঁচা l বর্তমানের জন্য বাঁচা l কিন্ত মানবজন্ম শুধু তার জন্য নয় l শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য নয় l ভবিষ্যতের জন্যও তাঁকে বাঁচতে হয় l শুধু শরীর নিয়ে বাঁচা নয় l মনকেও তার পরিসর দেবার বিষয় থাকে l দৈনন্দিন স্থূল বাঁচার পাশাপাশি মানুষের মনে একটা স্বপ্নও থাকে l একেকজনের স্বপ্ন একেকরকম l যার যেমন মানসিকতা l যার যেমন সামর্থ্য l নিজের পছন্দের স্বপ্ন সাকার করতে সকলেই আগ্রহী l
"স্বপ্নের পিছু" কবিতায় কবি একেবারে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, ব্যক্তির মাথায় বা চোখে শুধু স্বপ্ন থাকলেই হবে না, স্বপ্ন পূরণের ব্যাপারে শুধু আগ্রহী হলেও হবে না l হতে হবে উদ্যোগী l হতে হবে সক্রিয় l নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে নিতে হবে l আন্তরিকভাবে কাজ করে যেতে হবে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে l একদিনে স্বপ্নপূরণ হয় না l ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে l তবে আশা করা যায় যে একদিন স্বপ্ন পূরণ হতে পারে l কবিতায় কবি বলছেন, লাফ দিয়ে আকাশকে ছোঁয়া যায় না l আকাশকে ছুঁতে হলে আকাশপথে চলতে হবে l তার জন্য তাকে ডানা গড়তে হবে l অর্থাৎ যে পথে তিনি স্বপ্ন পূরণ করতে চাইছেন সেই পথ খুঁজে নিয়ে সেই ক্ষেত্রে একাগ্রচিত্তে কাজ করে যেতে হবে ধারাবাহিকভাবে l"কেউ করবে না মানা" - অর্থাৎ ব্যক্তি যদি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তার স্বপ্ন পূরণের জন্য উদ্যোগী থাকেন, তাহলে তিনি অপরের সহযোগিতাও পান l সহযোগিতা যদি না-ও পান, যদি বাধাও পান, তাহলে নিজের নিষ্ঠা ও একাগ্রতার দ্বারা তিনি সেই বাধাকে অতিক্রম করে যাবেন l তার কাছে কোনো বাধাই দুর্লঙ্ঘ্য থাকবে না l স্বপ্নডানায় ভর করে স্বপ্নপূরণ করে তিনি আকাশপানে উঠে যাবেন l


"স্বপ্ন পুরনের পথে" আলোচনাটিতে যেন এই তাত্বিক বিষয়টির ফলিত রূপ দেখি যেখানে কবি বলছেন কিভাবে তিনি তাঁর মনে লালিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন l ব্যক্তিগত অভিজ্ঞতা কবিতার সত্যের রূপ পেয়েছে l কবি আলোচনাটিতে বলছেন,
"অনেক দিনের স্বপ্ন ছিল কবিতা লিখবো, এবং স্বপ্ন গুলো তুলে ধরব কবিতার মাঝে ।
সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে হাতে নিলাম কলম।
লিখা শুরু করলাম। কিছু কবিতা লিখলাম l
কবিতাগুলি বন্ধুদের পড়ালাম তারা প্রশংসা করলো এবং প্রকাশ করার জন্য উৎসাহিত করল।
....
নেটে সার্চ দিলাম, বেড়িয়ে আসলো বাংলা কবিতার সাইট......
তারপর একাউন্ট করে কবিতা দিলাম।
এখানের কবিদের খুব উৎসাহ পেলাম। মনে হলো  আমি যেন স্বপ্ন পুরনের দিকেই যাচ্ছি।
........
কবি ও কবিতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা অনেক বেড়ে গেল।"


স্বপ্নের পথের পথিক কবিকে সুন্দর কবিতাটির জন্য জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা l