প্রেম চায় পরশ l আবার প্রকৃত প্রেম দেয় বলিদান l করে ত্যাগ স্বীকার l যে প্রেম পরিণতি পায় নি, শুরু হতে হতে মিলিয়ে যায় অতল আঁধারে, তার স্মৃতি নিয়ে বেঁচে থাকা l প্রেম নিবেদন পর্ব টাও ঠিকঠাক হয়ে ওঠে নি l এক পক্ষের ভালো লাগা, মেলা মেশার মধ্যে দিয়ে সেই ভালো লাগার ভালোবাসায় রূপান্তর l হয়তো উভয়পক্ষেই l কিন্তু নিবেদন হয় না l যার যার মনের কথা তার মধ্যেই গুমড়ে মরে l বলি বলি করে শেষমেষ বলা আর হয়ে ওঠে না l উপযুক্ত সময়, সুযোগ সন্ধানে মিলনের কালগুলো সব পার হয়ে যায় l মনের মধ্যে প্রশ্ন খেলে l ভেতরে ঝড় বয়ে যায় অনুভবের l কিন্তু মুখ ফুটে তা আর বলা হয়ে ওঠে না l অনেকটা কাছে এসে, অনেকটা পথ পাশাপাশি হেঁটেও পরস্পরের কাছে নিজেদের মনের ভাব থেকে যায় অপ্রকাশিত l সেই প্রশ্ন করা হয় না যা একটি সম্পর্ককে অর্থবহ করে তোলে, দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক অনুমোদন প্রাপ্তির মধ্যে দিয়ে জীবনের পথে এগিয়ে যায় l
সময় কারো জন্য বসে থাকে না l জীবন জীবিকার তাগিদ, আনুষঙ্গিক নানা বাধ্যবাধকতা থাকে l তার নিত্য বহমান স্রোতে কাছের মানুষ দূরে চলে যায় l
এখন আর নিত্য যোগাযোগ নেই l কোনো যোগাযোগই নেই l পুনরায় কোনোদিন যোগাযোগ হবে কি না, তার নিশ্চয়তাও নেই l শুধু মনের আশা নিয়ে অপেক্ষা করে থাকা l
"হয়তো আর কখনো দেখা হবেনা!
কিন্তু তবুও আমি মনের আশা ছাড়িনি এখনও।"


যদিও সেই আশার বুনিয়াদও খুব দৃঢ় নয় l মনের মধ্যে সংশয় l হয়তো এই আশা কোনোদিনই পূরণ হবে না l কোনোদিনই হয়তো আর দেখা হবে না তার সঙ্গে l যে প্রশ্ন করার কথা ছিল, তা হয়তো আর কোনোদিনই করা হয়ে উঠবে না l তবু অধীর আগ্রহে প্রেমিক অপেক্ষায় থাকে l এই বুঝি সে আবার এল, আগের মতো হয়তো ডাকল l তার আগমনের আশায় চোখে আগ্রহের স্বপ্ন ভরে রাখে প্রেমিক।
নিজের মনকে শক্ত করে সে l সঙ্কল্পবদ্ধ হয় l পুনরায় যদি মিলন হয় তাহলে মনের সব প্রশ্ন, সব আবেগ প্রকাশ করবে সে l প্রকাশ করবে যে সে তার হৃদয়কে প্রেমসাগরে ভাসিয়েছে l বুকে এক সাগর প্রেম নিয়ে সে তার জন্য অপেক্ষা করে আছে l একবার কাছে এসে তার প্রেমিকা দূরে চলে যাওয়ার কারণে তার জীবন দুঃখ ও বেদনায় ভরে গেছে l তার প্রেমিকা তার সঙ্গে এরকম আচরণ করতে পারে না l মনের ক্ষোভ, ভালবাসা, অভিমান সব প্রকাশ করবে সে l কিছুই গোপন করবে না l


কিন্তু কবির এই আশার বুনিয়াদ খুবই দূর্বল l
"মনের আশা টা আজ ক্রমশ হচ্ছে বিলীন ;"
তার প্রিয়া ফিরে এসে তার কোমল পরশে প্রেমিকের বুকের ক্ষতগুলো নিরাময় করে দিবে এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে হয় হতাশ প্রেমিকের l


এই আশা নিরাশার দোলায় প্রেম তার ত্যাগী, মহানুভব সত্তা প্রকট করে l পুরো বিষয়টি সে তার প্রেমিকার সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয় l তার পক্ষে যেটা সব দিক থেকে ভালো হবে, উচিত হবে, সে যেন সেটাই করে l মনে মনে প্রেমিকাকে এই স্বাধীনতা প্রদান করে হতাশ প্রেমিক l সে যদি তার নিজের ভালোর কথা ভেবে দূরে চলে যায়, কবির তাতে কোনো আপত্তি নেই l সে কেবল স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকবে l কেবল দূর থেকে তাকে দর্শন করবে l হৃদয়ের ব্যথা গোপন করে দূর থেকে তার মঙ্গল আকাঙ্খা করে যাবে l
কবি সুদীপ কুমার ঘোষ (চোখের বালি) "প্রশ্ন টা করা হয় নি" কবিতায় সর্বদা প্রিয়ার মঙ্গলাকাঙ্খী এক ব্যর্থ, হতাশ প্রেমিকের মর্মবাণী মেলে ধরেছেন l
কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন l