প্রেম এক অপূর্ব অনুভব, এক অপূর্ব প্রাপ্তি l যথার্থ প্রেম প্রাপ্ত হলে জীবনের অন্য সব পাওয়া সেখানে ফিকে হয়ে যায় l
কবি সাজ্জাদ শাকিল "তুমি না থাকলে" রচনায় তার জীবনে তার প্রিয়তমার কি অবস্থান, কতখানি মূল্য, নানা উপমার ব্যবহারে তা প্রস্ফুটিত করে তুলেছেন l
মানুষের অনেক কিছুই ভালো লাগে l সেই বিষয়গুলি মানুষকে আনন্দ দেয় l তার সময় ভালোভাবে অতিবাহিত হয়ে যায় l কিন্তু প্রিয়তমার সঙ্গলাভের থেকে বড়ো প্রাপ্তি কিছু হয় না l একবার সেই প্রাপ্তি যার জুটেছে, অন্য কোনো বিষয় আর তাকে সেই মাপে পরিতৃপ্ত করতে পারে না l গান সকলেরই ভালো লাগে l কিন্তু প্রিয়তমার তুলনায় সেটা কিছুই নয় l গান শুনে প্রিয়তমাকে ভুলে থাকা যায় না l শব্দ ছন্দ কবিতা ছড়া নিঃসন্দেহে ভালো সঙ্গ l কবিতা রচনা করে আনন্দ পাওয়া যায় l সময় কাটে l সৃজনশীল কাজের মধ্যে যুক্ত থাকার একটা তৃপ্তি মেলে l কিন্তু সেও প্রিয়তমার সঠিক বিকল্প নয় l এগুলির কোনোটিই প্রিয়তমার অভাব পূরণ করতে পারে না l


মনের মানুষের সঙ্গে মায়ার বাঁধনে বেঁধে যায় যে মানুষ, সে ভালোবাসার মূল্য বুঝতে পারে l তখন তার কাছে এই ভালোবাসার সম্পর্কটাই সব l এই সম্পর্কের এমন শক্তি যে এরকম একজনের সঙ্গে একবার চোখের দেখা হয়ে গেলে তারপরে জীবন থেকে যদি কিছু হারিয়েও যায়, সেরকম মূল্যবান কিছু, সেটাও সহ্য করে নেয়া যায় l সে দুঃখ বরণ করতেও আপত্তি থাকে না l একবার যদি সেই মনের মানুষটি কুশল জিজ্ঞাসা করে, তাহলে শরীরের শত ব্যাধির যন্ত্রনাও লঘু হয়ে যায় l
মরণব্যাধিতেও অমৃতের স্বাদ লাগে। প্রিয়তমার মুখে যদি একটিবার ভালোবাসার অনুমোদনের ঘোষণা পাওয়া যায়, তাহলে জীবনে আর কিছু পাওয়া বাকি থাকে না l সেদিন যদি মৃত্যুও চলে আসে, তবু দুঃখ থাকে না l কারণ পরবর্তীতে কোনো কারণে প্রিয়তমাকে যদি হারাতে হয়, তার চেয়ে তাকে প্রাপ্তির আনন্দ নিয়ে মরে যাওয়া ঢের ভালো l এই মৃত্যু অনেক কম যন্ত্রণার l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা l