কবি সালাম আলী আহসান "যন্ত্রণা শুন্যের" রচনায় মানুষের সম্পর্কের নিত্যতা ও অনিত্যতা বিষয়ে চর্চা করেছেন l যখন দুটি মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন নতুন গড়ে ওঠে তখন সেই সম্পর্কের বিষয়ে তারা খুব আবেগাপ্লুত থাকে l অনেক স্বপ্ন দেখতে শুরু করে l এই সম্পর্ক চিরস্থায়ী হবে এমনটা ভাবতে শুরু করে l কিন্তু সত্যিটা হলো, শেষ পর্যন্ত কোন সম্পর্ক টিকবে বা টিকবে না, সেটা পরবর্তীতে অনেক কিছু বিষয়ের ওপর নির্ভর করে l কিছু সম্পর্ক টিকে যায়, কিছু টিকে না l সেক্ষেত্রে প্রাথমিক কিছু শোক, দুঃখ, পারস্পরিক অভিযোগের বিষয় থাকে l কিন্তু সেটাও ক্ষণস্থায়ী l পরে সেই বিরহী মানুষগুলো আবার অন্য কারুর সঙ্গে সম্পর্কে বাঁধা পড়ে l একটি সম্পর্ক ভেঙে গেলেই মানুষের জীবন শূন্য হয়ে যায় না l বরং সময়ের অভিঘাতে বিচ্ছেদজনিত শোকব্যথাই শূন্য হয়ে যায় l নতুন সম্পর্কের বাঁধনে জড়িয়ে তার প্রেমমাধুর্যে মানুষ পুরোনো সম্পর্ককে ভুলে যায় l


প্রকৃতপক্ষেই স্থায়ী সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে অনিশ্চয়তা থাকে l দুটি মানুষ, একটি পুরুষ ও একটি নারী যখন প্রথম মিলিত হয়, প্রথম পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা অনুভব করে, পরস্পরের কাছে সেই ভালোবাসার নিবেদন হয়, তা মঞ্জুর হয়, তারপরে সেই সম্পর্ক চলতে থাকে l চলতে চলতেই একসময় দেখা যায় সেই সম্পর্ক টিকে গেলো, অথবা টিকলো না l পরস্পরের প্রতি নিবেদনে হয়তো কোনো ঘাটতি ছিলো না, পুরো উজাড় করেই একে অন্যের কাছে নিজেকে হাজির করেছে, নিজে নিঃস্ব হয়েও অপরকে সমৃদ্ধ করতে চেয়েছে, তবু শেষরক্ষা হয় না কিছু ক্ষেত্রে l কিছু সম্পর্ক শুধু বিচ্ছিন্ন হবার জন্যই শুরু হয় l কার দোষে, কিসের জন্য এই বিচ্ছেদ, সেটাও গুরুত্বপূর্ণ নয় l সাময়িক কিছু আশাভঙ্গের বিষয় থাকে, কিছুটা করুণ মনে হয় সম্পর্কের এই বিনাশ, কিন্তু যে সম্পর্ক মিথ্যা, যে ভালোবাসা অফুরন্ত নয়, তার বিচ্ছেদ অনিবার্য l


সম্পর্ক ভাঙে নতুন সম্পর্কে জড়ানোর জন্য l সম্পর্ক ভেঙে যাবার কারণে যে একা হয়ে যায়, সাময়িক কিছু ব্যথা, কান্না তাকে গ্রাস করে l কিন্তু এই দুঃখ, ব্যথার অন্ত হয় যখন তার জীবনে পাকাপাকিভাবে কেউ আসে এবং তার জীবনকে রঙে রঙে ভরে দেয় l


পরিণতিতে দেখা যায়, শুরুতে যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, তারা বিচ্ছিন্ন হয়ে উভয়েই নতুন করে অন্য কারুর সাথে সম্পর্ক স্থাপন করেছে, জীবনে চলার পথে সেই সম্পর্ক কার্যকর হয়েছে, নতুন জীবনসাথীর সাথে উভয়েই খুশি হয়েছে, সেই খুশির জীবনে পুরোনো প্রেম, ভালোবাসার কোনো জায়গা থাকে নি l সেই বিচ্ছেদজনিত ব্যথা ধীরে ধীরে পুরোপুরি মিলিয়ে গেছে, শূন্যে পরিণত হয়েছে l জীবনে গড়ে ওঠা নতুন সম্পর্কের ভালোবাসার তোড়ে পুরোনো ঠুনকো সম্পর্কের সব অভিঘাত হাওয়ায় মিলিয়ে গেছে l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা l