শুভ জন্মদিন কবি !
প্রতিটি জাতির জীবনে এক একটি সঙ্কটময় পর্ব আসে l ইতিহাসের পাতায় তা লিপিবদ্ধ থাকে l দেশে দেশে যুগে যুগে এমন অনেক উদাহরণ রয়েছে l পরাধীন জাতির স্বাধীনতা আদায়ের পথ কোথাও মসৃণ হয় নি l বহু প্রাণের বিনিময়ে, লুণ্ঠন, অত্যাচার, অবমাননা সহ্য করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা আদায় করে নিতে হয়েছে l  ইতিহাসের পাতা ঘাঁটলে তার আভাস পাওয়া যায় l আবার সব ঘটনার সন্ধান ইতিহাসবিদেরাও পান না l তাঁরা ছোটেন নায়ক মহানায়কদের পেছনে l ছোটেন বড়ো আরো বড়ো ঘটনার পেছনে l গুরুত্বের বিচার করে l জাতির জীবনে একটি বিপর্যয় ব্যক্তিগত স্তরে প্রতিটি সাধারণ মানুষের জীবনে যে ক্ষত সৃষ্টি করে, তাদের জীবনে কষ্ট বেদনার যে পাহাড় নিয়ে আসে, ইতিহাসবিদদের রচনায় এমন বহু বেদনার কথা অনুল্লেখ্য থেকে যায় l বাংলাদেশের স্বাধীনতা আদায়ের ইতিহাসও আন্দোলনপূর্ণ l ইতিহাসে তার সবিস্তার উল্লেখ আছে l কিন্তু তবু কিছু ছোট ছোট ঘটনা হয়তো ইতিহাসকারদের নজর এড়িয়ে গেছে l
৭১ এর মুক্তিযুদ্ধের সময় তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালি জনসাধারণের ওপর অত্যাচার নির্যাতনের যে পাহাড় নেমে এসেছিল, তারই একটি সাংকেতিক ঝলক তুলে ধরেছেন কবি রিজওয়ান খান "এক পাতা ইতিহাস" কবিতাটিতে l পাক সেনাদের নির্মম অত্যাচারে সাধারণ মানুষ পর্যন্ত রক্ষা পান নি l নির্বিচারে চলেছে লুণ্ঠন, হত্যালীলা l দেশমাতৃকার মুক্তির জন্য আপামর মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন l অস্ত্রসজ্জিত পাক সেনাবাহিনীর সামনে মুড়ি মুড়কির মতো প্রাণ গেছে কতো দেশপ্রিয় বাঙালির l
এমনই এক মানুষ দলছাড়া হয়ে ক্ষুধার্ত অবস্থায় এক বাড়িতে একটু ভাত কিংবা মুড়ির খোঁজ করছেন l তাঁর সঙ্গীসাথীরা সকলে পাক সেনাদের গুলিতে নিহত হয়েছেন l নিজে একটি খাদের ভেতর আশ্রয় নিয়েছিলেন বলে কোনোরকমে বেঁচে গেছেন l কথায় কথায় তিনি জানতে পারেন, যে বাড়িতে খাদ্যের সন্ধানে তিনি এসেছেন, সেটিও এক মুক্তিযোদ্ধার বাড়ি l বেঁচে থাকা অল্প পান্তাভাত খেয়ে, আকণ্ঠ জল পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে যখন তিনি বিদায় নিতে যাচ্ছেন, তিনি সেই বাড়ির পুরুষটির নাম জানতে পারেন l ভদ্রলোক তাঁর পরিচিত ! তাঁর দলেরই সদস্য l পাক সেনার গুলিতে নিহত মুক্তিযোদ্ধাদের একজন l এই সংবাদ তিনি তাঁর স্ত্রীকে দিতে পারেন না l যে মহিলা এইমাত্র ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল দিয়ে তাঁর প্রাণ রক্ষা করেছেন, তাঁকে এরকম একটি শোকের সংবাদ তিনি কিভাবে পরিবেশন করবেন l কৃতজ্ঞতা প্রকাশ করে, কুশল জ্ঞাপন করে তিনি সেখান থেকে প্রস্থান করেন l
ইতিহাসে কতো কথা লেখা হয় l আবার কতো ঘটনার কথা বাদ পড়ে যায় l কতো অখ্যাত মানুষের বলিদানের গাথার ইতিহাসের পাতায় ঠাঁই হয় না l সেই অপূর্ণতাকে পূর্ণ করার প্রয়াস করেছেন কবি রিজওয়ান খান l এমনই এক হৃদয়বিদারী ঘটনার বর্ণনা দিয়ে কবিতাটিকে গঠন করেছেন l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা l