জাতীয় নেতা তিলক বলেছিলেন
তাই স্বাধীন হয়েই তো জন্মালাম,
কিন্তু চিন্তানায়ক রুশোর কথায়
জীবনভর থাকলাম শৃঙ্খলবদ্ধ  l


প্রথম পরাধীন হলাম ইন্দ্রিয়ের কাছে l
সবসময় এটা চাই আর ওটা চাই,
চরকির মতো ঘুরিয়ে মারে -
আমার আমি হেরে যায় আমার কাছে l


তারপর বাড়ির গুরুজন, পিতামাতা
- এটা করো, ওটা করবে না,
কি পড়ব সেটাও তাঁদের নির্দেশে l
আমার কথা শোনে কে ?


সমগ্র সত্তা ঘিরে সমাজ, ধর্ম
বিধিনিষেধ আর অনুশাসন
আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষকে l
প্রতি পলে ব্যক্তির স্বাধীনতা খর্ব l


আইনের নামে আছে প্রশাসন
রাষ্ট্রযন্ত্র - রাজতন্ত্র থেকে গণতন্ত্র।
কিন্তু লিঙ্কন ব্যথিত তার বর্তমান রূপে  
রাষ্ট্রের কথামতো চলো প্রতি পদক্ষেপে l


সব অধীনতার সেরা বিদেশী আগ্রাসন
এবার পরাধীনতা আক্ষরিক অর্থেই l


স্বরূপে হোক বা ছদ্মবেশে
অধীনতা আমার ললাটলিখন l