যেদিকে তাকাই দেখি শুধু জল
স্থল জল সব একাকার সমতল l
ফসল জলের তলে, বসতি উজাড়
দানাপানি-হীন, নিশিদিন হাহাকার l
আকাশের জল, সাথে পাহাড়ের
ভাঙে বাঁধ, জলরাশি খুনি শের
খোঁজে ঢাল, বেসামাল জনপদ,
ভেসে যায় শিশু, গবাদি চতুষ্পদ l
জলতরঙ্গে ডুবে যায় মন, খালি পেট
সম্পদহীন, শূন্য চাহনি, অশনি সঙ্কেত l
জলজ আপদ, রোগব্যাধি, মহামারী হানা
জীবন মনুষ্যেতর, যাপন জানা অজানা l


সরকার ! সরকার ! চাই ত্রাণ ! হাহাকার !
ত্রাণ রাশি রাশি, জমে বাসি, দায়ভার l
ব্যবস্থার রকমফের, আর পরিকল্পনার ঢের
চাকার গর্জন, মেমো তর্জন, লাল ফিতার জের !


আসে ত্রাণ স্বেচ্ছাসেবী মহাপ্রাণ জল ডিঙ্গিয়ে
খাবার পানীয় বস্ত্র ওষুধ পথ্য যায় বিলিয়ে l