হতেই ভোর
হঠাৎ জলের তোড় l
বন্যা ! বন্যা !
মাঠ জমি রাস্তা জলের তলায়
হাঁটু ছাড়িয়ে কোমর পেরিয়ে
জল পৌঁছুল গলায় l
আর্তদের হাহাকার
দৃষ্টিসীমায় শুধু জলাধার !
জল অপেয়
জলে ভাসে দেহ
প্রাণী ও মানবের,
জল জীবন
এবং সর্বনাশের l