ফুল ফুল এত ফুল এক ফুল তিনি
ফুলের মতোই যেন রূপে গরবীনি l
সবুজ পাতার থরে লাল ফুল খেলে
খেলে যায় রূপ তার শত শতদলে l


সহজ সরল হাসি উদার মনের
কোমল ফুলের মতো কাছের জনের l
স্নেহময়ী চোখ দুটো টুকটুকে ঠোঁটে
কপালে লালের টিপ উজ্জ্বল ফোটে l


ঘুম ঘুম ঘুমময় আলো ঝলমল
ফুলের মেলায় পরী হাসি উজ্জ্বল l
ফুলের, রূপের জোড়া প্রকৃতির দান
এত জ্বর, এতো ব্যথা ফিরে পায় প্রাণ l


রূপের অরূপ রূপ ধরেছেন যিনি
সৌভাগ্যের কথা তাকে আমি চিনি l
872