দশ ফিট রাস্তার পাড়ে
বাড়িটার সাদা দেয়ালে
রোদ ঠোকর খেয়ে
অপরপ্রান্তে আঁধার দূর করে l
যা কিছু চলছে তার সব ঠিক নয় l


নদী চলতে চলতে
পথ বদল করে পথের ডাকে
বন্ধ্যা জমিতে জলস্রোত বয়ে যায়
বদলে যায় পৃথিবীর মানচিত্র l
ঠিক বেঠিক সামলে নেয় নিজেদের l


আলো আঁধারের খেলায়
নদীর পথ চলায়
সময় তার ইতিহাস লিখে যায় l