দুপুর রোদে আকাশের দিকে তাকানো যায় না
ঝলসে যায় চোখ
সরাসরি তাকানো যায় না প্রিয়ার দিকে
পলক ওঠে না
তার চেয়ে বরং রাতের কোমলতায়
অমাবস্যা কিংবা পূর্ণিমা
মন ভরে আকাশ দেখো
যতো আক্রোশ আছে, প্রেম আছে যতো
সব ছুঁড়ে দাও অগণিত গ্রহ নক্ষত্রের দিকে l


শাসকের চোখে চোখ রেখে
প্রেমের চোখের দিকে তাকিয়ে
যদি কথা বলতে না পারা যায়
তবে পরোক্ষে কবিতার তীর
তাঁদের দিকে ছুঁড়ে দেয়া যায় অনায়াসেই l