হাঁটতে শেখা শিশু পা পিছলায় জানি  
কিন্তু পঞ্চরিপুর তাড়নায়
হাজার বছর পথ চলা সভ্যতাও পথ হারায় l  
কবিরা তখন কলম ধরেন l  
সমাজ তীরহারা নদীর মতো
রবীন্দ্রনাথেরা তার পার বেঁধে দেন l


শতাব্দীর পর শতাব্দী মানুষ পথ এগুলো
অভিজ্ঞতার পাহাড় ঝুলিতে
তবু ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই !
একনায়ক স্বৈরতন্ত্রীরা
আজও বাতাস বিষাক্ত করে l
মানুষের অধিকার লুণ্ঠিত হয় l
বারবার পথ ভুল করে সভ্যতা, দুস্পর্ধায়  
আফ্রিকা থেকে মায়ানমার
যুগে যুগে শোষণ, নিপীড়ন চলে
কবি রাজ-উপাধি ত্যাগ করে
নিপীড়িতের পাশে এসে দাঁড়ান l


তবে এসো রবীন্দ্রনাথ
আজ এই সঙ্কটের দিনে
পুরস্কারের প্রত্যাশা ত্যাগ করে
মানুষের পাশে এসে দাঁড়াও !!