চাইটা কী যে আমরা সবাই জানি কী তা ?
দুঃখ ভরা জীবন মাঝে দাঁড়াই কোথা ?
সময় পেলে স্বজন মিলে গল্প ধরি
দুঃখ বেঁটে মনটা সবাই হাল্কা করি l
পরব মাঝে সময় করে সিনেমা যাই
মশকরাতে হাসির চোটে খিল ধরে যায় l
এমন বাজে সিনেমা দেখে খুশি মাটি
পরের বছর খবর নিয়ে টিকিট কাটি l
সিনেমা শেষে কাঁদতে কাঁদতে হলের বাহির
নায়ক মরে নায়িকা মরে শোকের জাহির l
বুক ফেটে যায় দুঃখে তাদের চোখটা কাঁদে
মন খুশিতে যায় যে ভরে ভালো ছবির সেই স্বাদে l
আমরা নিজে চাই যে কি যে অর্থ দিয়ে কান্না কিনি
হাসলে পরে ছবির মাঝে বাজে ছবি এটাই মানি l
জীবন মাঝে দুঃখ এত দুঃখে তবু মনটা ভরো
খুশির আশা সুখের চাওয়া রহস্য তার কেমনতরো l