ভূতের বউয়ের আপন পিসির নাতির ভাইয়ের ছেলে
রমরমিয়ে ব্যবসা করে লবন জিরা তেলে l
তেল আসে তার বিলেত থেকে জিরা লবন লোকাল
ভুকতে থাকে সারাটা দিন ভীষণই সে ভোকাল l
তার কথাতে মুগ্ধ হয়ে ভূতের যতো গ্রাহক
দুবেলা যায় দোকানে তার সঙ্গে তল্পিবাহক l
তেল লবন আর জিরা বেচে রাত্রি থেকে সকাল
লাভের টাকায় ঘর চলে তার হয় না তো তার আকাল l
ব্যবসা ফুলে ফেঁপে গিয়ে গাড়ি বাড়ি বানায়
সময় করে বিয়ে করে খুশি কানায় কানায় l
বিয়ের পরে কি হলো তার বউয়ের কথায় ওঠে
বউয়ের কথায় ওঠে বসে দোকান গেলো রুঠে l
জমা পুঁজি খেতে থাকে মজে প্রেমের রসে
লাভের অঙ্ক কমে গিয়ে পড়তে থাকে লসে l
ভূত শ্বাশুড়ি টের পেয়ে যান করেন মগজধোলাই
এক ধোলাইয়ে লাইনে আসে জামাই ভূতের পোলায় l
আবার শুরু জিরা লবন আবার শুরু তেল
একটু হেঁটে একটু খেটে একটুতেই পান বেল l