বৃষ্টি এলো ঝড়ের সাথে আজ বিকালে
বেলকনিতে চুমুক চায়ে গল্পতালে l
সঙ্গে ছিল বন্ধুকন্যা ডালি ছড়ার
ভবানীপ্রসাদ, অন্নদাশঙ্কর তাদের পড়ার l


আকাশকালো ঝম ঝমাঝম বৃষ্টিধারা
শোঁ শোঁ শব্দে বইলো বাতাস পাগলপারা l
পারদ নামে এক টানে ঠিক শীতল ধরা
পূজার দিনে আরামদায়ক ঠাকুর ঘোরা l


ঘন্টাখানেক বৃষ্টি শেষে সহজ জীবন
দিনের শেষে বিদায়বেলায় সূর্যকিরণ l
জীবনমাঝে আপদ কতো জ্বালায় শুধু
সব সাজানো উল্টে গিয়ে মরুর ধূ ধূ l


ধৈর্যবানের বিনাশ নেইকো এগিয়ে চলা
ছড়ায় গানে সময় পেরোয় মন সবলা l
বৃষ্টি বাদল ঝড়ের নাচন নিত্য খেলা
তারই মাঝে আসল পাওয়া জীবনখেলা l


** রায়গঞ্জ বইমেলা স্মরণিকা ২০১৮ পৃষ্ঠা ২৭ এ প্রকাশিত