সময়, পারিপার্শ্বিকতা গাছের মতো
প্রকৃতি মেনে যায় চিরকাল অবিরত l
নিমগাছে নিম, আমগাছে পাই আম
পরাধীন ভারতবর্ষে যেমন ক্ষুদিরাম l


চিকাগো ধর্মসভা দিয়েছে বিবেকানন্দ
প্রকৃতির খেলা আমাদের জীবনানন্দ l  
এক বিশেষ মুহূর্ত তৈরি করে মহামানব
ভিন্ন এক পরিবেশ যেমন যোগায় দানব l


গেঁয়ো যোগী পায় না ভিখ ভক্ত খুঁজে খুঁজে হারা
প্রতিভা চিনেছে জহুরির মতো গুণগ্রাহী যাঁরা l  
গীতাঞ্জলী এনেছে নোবেল অর্ধেক সত্য ভাই  
নোবেল দিয়েছে রবীন্দ্রনাথ, জগৎকবি তাই l


ভীতু হয়ে কেউ জন্মায় না, সাহসী হয়েও নয়
সব শিক্ষা এখানেই আসে, কেবল শিক্ষার হয় জয় l
দেশে দেশে আর যুগে যুগে বিপ্লব এসেছে যখন
ঘরের কোণের লক্ষ্মী সোনাটা অস্ত্র ধরেছে তখন l