দুপুরবেলা বেজায় রোদ এবং সাথে গরম
রাত্রি হলেই শীতটা, নিতে হয় লেপ নরম l
পড়েছে এমন সময় ঋতুরা করেছে প্রীত
বারো ঘন্টা গ্রীষ্ম, আর বারো ঘন্টা শীত l
ঋতুদের এই বেনিয়ম খেলা, নেয় না শরীর
জ্বর, সর্দি সঙ্গে, গা ম্যাজ ম্যাজ, গতি ধীর l
ঋতুদের জোট, সময় বেঁটে নেয়ার এই চাল
দূরে যাবার সমস্যা, লাগেজ নিয়ে বেসামাল l
গলা খুসখুস, শুকনো কাশি, সঙ্গে গাদা ওষুধ
আর যদি থাকে সুগার, প্রেসার, এগুলো মজুদ
সঙ্গে হাসপাতাল, প্রতি ঘন্টায় ওষুধ সেবন
পোশাক পড়, আর খোল, যখন বোধ যেমন l

ঘরে তো থাকা নয়, কাজ, সকালেই বাইরে
রোদ দেখে বেরোনো, হঠাৎ বৃষ্টি, ঠান্ডা, হায় রে !
সঙ্গে নাই শীতবস্ত্র, শীতে মরি, কি যে করি হায়
আহা কি কষ্ট ! কি কষ্ট ! বার বার গরম চা খাই l


নির্বাচনে জোট, তার সরকার হলো, নীতির ঘোঁট
জনগণের কি কষ্ট, যেমন হয়, হলে বৃষ্টি ও রোদ l